আজ কারক ও বিভক্তি নির্ণয় PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে খুব সহজ ভাষায় কারক-বিভক্তি নির্ণয়ের নিয়ম বা সূত্র গুলি দেওয়া হয়েছে। বাংলা ব্যাকরণের অন্যতম অধ্যায় হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রায়ই প্রশ্ন আসতে দেখা যায়। সুতরাং সম্পূর্ণ পিডিএফটি সংগ্রহ করে পড়তে থাকুন।
কারক ও বিভক্তি PDF
বিভক্তি:
বাক্যের একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের জন্য শব্দগুলোর সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত করতে হয়। এই শব্দাংশগুলোকে বলা হয় বিভক্তি।
কারক
কারক শব্দের আক্ষরিক অর্থ ‘যা ক্রিয়া সম্পাদন করে’।
বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। অর্থাৎ, বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের যে সম্পর্ক, তাকে কারক বলে।
কারক প্রধানত ৬ প্রকার-
- কর্তৃকারক
- কর্মকারক
- করণকারক
- সম্প্রদান কারক
- অপাদান কারক
- অধিকরণ কারক
কারক নির্ণয়ের সম্পূর্ণ নিয়ম গুলি পিডিএফে রয়েছে
File Details::
File Name: কারক ও বিভক্তি
File Format: PDF
No. of Pages: 7
File Size: 500 KB
Click Here to Download
Thanks
ReplyDeletewelcome...
Deleteselera ball khele kon Karok a kon bivokti
ReplyDeleteNice
ReplyDeletethanks....
ReplyDelete