14th October 2022 Current Affairs in Bengali
![]() |
October 2022 Current Affairs in Bengali |
14th October Current Affairs in Bengali
1.World Standards Day পালন করা হয় কবে?ⓐ ১৪ই অক্টোবর
ⓑ ১৫ই অক্টোবর
ⓒ ১৬ই অক্টোবর
ⓓ ১৭ই অক্টোবর
2.বন্ধন ব্যাঙ্কের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
ⓐ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
ⓑ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়
ⓒ শচীন টেন্ডুলকার
ⓓ সৌরভ গাঙ্গুলি
3.Commitment to Reducing Inequality Index (CRII) 2022- এ ভারতের স্থান কত?
ⓐ ১১২
ⓑ ১২৩
ⓒ ১৩২
ⓓ ৯০
4.‘Prasthan’ নামে নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত করলো কোন প্রতিরক্ষা বাহিনী?
ⓐ ইন্ডিয়ান আর্মি
ⓑ ইন্ডিয়ান এয়ার ফোর্স
ⓒ ইন্ডিয়ান নেভি
ⓓ ইন্ডিয়ান কোস্ট গার্ড
5.সম্প্রতি ‘Kuafu-1’ নামে সোলার অবজারভেটরি সফলভাবে লঞ্চ করলো কোন দেশ?
ⓐ চীন
ⓑ রাশিয়া
ⓒ জাপান
ⓓ ইংল্যান্ড
6.ডোপিং করায় ৩ বছরের জন্য ব্যান হওয়া কমলপ্রীত কৌর কোন খেলার সঙ্গে যুক্ত?
ⓐ টেনিস
ⓑ কুস্তি
ⓒ ডিসকাস থ্রো
ⓓ বক্সিং
7.‘Maa Bharati Ke Sapoot’ শিরোনামে ওয়েবসাইট লঞ্চ করছেন কে?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ রাজনাথ সিং
ⓒ অমিত শাহ
ⓓ পিযুষ গোয়েল
8.সম্প্রতি কোন রাজ্য সরকার প্রথমবার ‘Mental Health and Social Care Policy’ ঘোষণা করলো?
ⓐ মনিপুর
ⓑ নাগাল্যান্ড
ⓒ অরুনাচল প্রদেশ
ⓓ মেঘালয়
9.সম্প্রতি কোন দেশের সাথে ঐতিহাসিক সীমান্ত চুক্তিতে রাজি হলো ইজরায়েল?
ⓐ লেবানন
ⓑ সিরিয়া
ⓒ ইজিপ্ট
ⓓ প্যালেস্টাইন
10.সম্প্রতি কোথায় মহাকাল লোক করিডরের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?
ⓐ গুজরাট
ⓑ রাজস্থান
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ উত্তরপ্রদেশ
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link