Indian Polity-General Knowledge Part-33/সাধারণ জ্ঞান-ভারতের রাষ্ট্রনীতি ও শাসন ব্যবস্থা PDF:
১। পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন চালু হয় কবে ?
উঃ ১৯৭৭ সালে
২। পৌরসভা ক ধরনের কাজ করে ?
উঃ ৩ ধরনের - বাধ্যতামূলক , স্বেচ্ছাধিন , অর্পিত কাজ
৩। যে কোনো পৌর অঞ্চলের ওয়ার্ড সংখ্যা ন্যুনতম কত হতে হবে ?
উঃ ৯ টি
৪। বঙ্গীয় পৌরসভা আইন কবে তৈরি হয় ?
উঃ ১৯৩২ সালে
৫। ভারতে পৌর শাসন ব্যাবস্থা কবে কে চালু করেন ?
উঃ ১৮৮২ সালে , লর্ড রিপন
৬। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কবে শুরু হয় ?
উঃ ১৯৭৮ সালে
৭। পঃ বঃ পৌরসভা আইনে ক'ধরনের কমিটির কথা আছে ?
উঃ ৪ ধরনের , বরো , ওয়ার্ড , বিশেষ ও যৌথ কমিটি
৮। কতজন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয় ?
উঃ ৩৮৯ জন
৯। ভারতের সংবিধানে বর্তমানে কটি ধারা আছে ?
উঃ ৪৪৩ টি
১০। ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কে ?
উঃ সুপ্রিম কোর্ট
১১। ভারতীয় সংবিধানের মূল ভিত্তি কোন আইন ?
উঃ ১৯৩৫ সালের ভারত শাসন আইন
১২। ভারতীয় নাগরিকদের কর্তব্য অংশটুকু কবে সংবিধানের অন্তর্ভুক্ত হয় ?
উঃ ১৯৭৬ সালে
১৩। ' পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশন ' কত সালে গড়া হয় ?
উঃ ১৯৯৫ সালে
১৪। পঞ্চায়েত গড়ার অধিকার ভারতীয় সংবিধানের কোন নীতির সাথে জড়িত ?
উঃ রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির সাথে
১৫। ' ভারতীয় নাগরিকতা আইন 'কবে গৃহীত হয় ?
উঃ ১৯৫৫ সালে
১৬। জন্মসূত্রে ভারতীয় নাগরিক হওয়ার সুযোগ কবে বিলুপ্ত হয় ?
উঃ ১৯৮৬ সালের নভেম্বর মাসে
১৭। ভারত সরকারের ' মানবঅধিকার রক্ষা আইন ' কবে গৃহীত হয় ?
উঃ ১৯৯৩ সালে
১৮। ' সারকারিয়া কমিশন ' কবে গঠিত হয় ?
উঃ ১৯৮৩ সালে
১৯। নির্বাচন কমিশনারদের মাইনে কে দেয় ?
উঃ সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়
২০। ভারত ও চীনের মধ্যে 'পঞ্চশীল নীতি ' নেওয়া হয় কবে ?
উঃ ১৯৪৫ সালের এপ্রিলে
২১। লোকসভা ও বিধানসভার অধ্যক্ষের প্রধান যোগ্যতা কি ?
উঃ নিরপেক্ষতা বজায় রাখা
২২। জাতীয় - জরুরী অবস্থা বলবত হওয়ার কতদিনের মধ্যে সংসদের অনুমোদন নিতে হয় ?
উঃ ১ মাসের মধ্যে
২৩। জাতীয় জরুরী অবস্থা কতদিন চলতে পারে ?
উঃ অনির্দিষ্ট কালের জন্য
৪। ভারতীয় সংবিধানের সমবর্তী সূচীতে কটি বিষয় আছে ?
উঃ ৪৭ টি
২৫। আমলারা তাদের কাজের জন্য কার কাছে দায়িত্বশীল থাকেন ?
উঃ বিভাগীয় প্রধান বা মন্ত্রীর কাছে ।
দেরী না করে নিচের লিংক থেকে PDFটি Download করে নিন
File Details:
File Name: Indian Polity General Knowledge
File Format: পিডিএফ
File Size: 379KB
এইরকম আরো Study materials পাওয়ার জন্য আমাদের সাইট প্রতিদিন ভিজিট করুন র বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন
File Details:
File Name: Indian Polity General Knowledge
File Format: পিডিএফ
File Size: 379KB
এইরকম আরো Study materials পাওয়ার জন্য আমাদের সাইট প্রতিদিন ভিজিট করুন র বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link