3rd November 2024 Current Affairs in Bengali
![]() |
3rd November 2024 Current Affairs in Bengali |
3rd November Current Affairs in Bengali
1.২০২৪ অক্টোবর মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা?১.৭২
১.৭৮
১.৮৭
১.৯০
2.World Agriculture Forum-এর সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে?
Dr Himanshu Pathak
Dr Jacqueline d'Arros Hughes
Dr Stanford Blade
Prof. Prabhu Pingali
3.কোন কোম্পানির MD এবং CEO হিসেবে নিযুক্ত হয়েছেন প্রবীণা রাই?
MCX
NCDEX
NMCE
ICEX
4.কোন কোন দেশের মধ্যে ৯তম যৌথ সামরিক মহড়া 'GARUD SHAKTI 24' পরিচালিত হতে চলেছে?
ভারত-ইন্দোনেশিয়া
ভারত-আমেরিকা
ভারত-ওমান
ভারত-জাপান
5.কোথায় ২৫ লক্ষ প্রদীপ জ্বালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে?
বারাণসী
আগ্রা
অযোধ্যা
প্রয়াগরাজ
6.Asian ArmWrestling Cup 2024 জিতেছে কোন দেশ?
কাজাখস্তান
কিরগিজস্তান
তাজিকিস্তান
উজবেকিস্তান
7.NDMC-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে?
বিবেক দেবরয়
কেশব চন্দ্র
বিপিন কুমার
মনোজ কুমার
8.প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলির জন্য Elevate 2024 স্কিম চালু করেছে কোন রাজ্য সরকার?
তামিলনাড়ু
অন্ধ্রপ্রদেশ
উত্তরাখণ্ড
কর্ণাটক
9.সম্প্রতি প্রয়াত কে এস পুট্টস্বামী কোন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ছিলেন?
উত্তরপ্রদেশ
কর্ণাটক
গুজরাট
আসাম
10.আলবেনিয়ার তিরানায় অনুষ্ঠিত Seniors World Wrestling Championships-এ মহিলাদের ৫৯ কেজি বিভাগে ভারতের মানসী আহলাওয়াত কীসের মেডেল জিতলেন?
সোনা
রুপো
ব্রোঞ্জ
কোনটিই নয়
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link