15th August 2024 Current Affairs in Bengali
![]() |
15th August 2024 Current Affairs in Bengali |
15th August Current Affairs in Bengali
1.এই বছর কততম স্বাধীনতা দিবস উদযাপন করলো ভারত?৭৬তম
৭৭তম
৭৮তম
৭৯তম
2.28th Conference of Central and State Statistical Organizations অনুষ্ঠিত হয়েছে কোথায়?
ব্যাঙ্গালুরু
চেন্নাই
মুম্বাই
নিউ দিল্লী
3.কোন ভারতীয় প্যারা-ব্যাডমিন্টন খেলোয়াড়কে অ্যান্টি-ডোপিং নিয়ম লঙ্ঘনের কারণে ১৮ মাসের জন্য সাসপেন্ড করেছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন?
প্রমোদ ভগত
সুকান্ত কদম
মনোজ সরকার
সুমাথি সিভান
4.NHPC Limited-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে?
রবীন্দ্র কুমার ত্যাগী
শুভ্রাংশু শেখর আচার্য্য
প্রদীপ কুমার ত্রিপাঠী
রাজ কুমার চৌধুরী
5.DRDO সফলভাবে যে Long-Range Glide Bomb এর পরীক্ষা করেছে, সেটির নাম কি?
PRAHAR
PRABAL
GOUR
GAURAV
6.সম্প্রতি প্রয়াত নটবর সিং কে ছিলেন?
প্রাক্তন বিদেশমন্ত্রী
প্রাক্তন শিক্ষামন্ত্রী
প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী
প্রাক্তন বাণিজ্য ও শিল্প মন্ত্রী
7.ন্যাচারাল ফার্মিং প্রমোট করতে 'HIM-UNNATI' স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?
হরিয়ানা
পাঞ্জাব
হিমাচল প্রদেশ
মধ্যপ্রদেশ
8.কোন দেশে বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার আবিষ্কৃত হয়েছে?
ইয়েমেন
তুরস্ক
ইরান
ইজরায়েল
9.SBI -এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
রানা আশুতোষ কুমার সিং
টি ভি সোমানাথন
হরিশ দুদানী
ইন্দ্রজিৎ ক্যামোত্রা
10.নিউ দিল্লির ভারত মন্ডপম থেকে 'হর ঘর তিরাঙ্গা' বাইক র্যালির পতাকা তুলেছেন কে?
দ্রৌপদী মুর্মু
জগদীপ ধনখড়
নরেন্দ্র মোদী
অমিতব শাহ
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link