22nd April 2024 Current Affairs in Bengali
![]() |
22nd April 2024 Current Affairs in Bengali |
22nd April Current Affairs in Bengali
1.বিশ্ব পৃথিবী দিবস পালন করা হয় কবে?২২শে এপ্রিল
২৩শে এপ্রিল
২৪শে এপ্রিল
২৫শে এপ্রিল
2.কোথায় ২৫৫০তম ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?
গয়া
বারাণসী
নিউ দিল্লি
উজ্জয়িনী
3.Intelligence Bureau (IB)-এর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
সপ্না তিয়ারি
নিরাজ চৌহান
গৌরব সিং
অতীশ দিব্যা
4.জাপানের ইঞ্জিনিয়ারিং একাডেমির ইন্টারন্যাশনাল ফেলো হিসাবে নির্বাচিত হলেন কে?
নরেশ প্যাটেল
কৌশিক রাজাশেকরা
সৌমিত্র রায়
কেউই নন
5.FIDE Candidates 2024 টুর্নামেন্ট জেতা কনিষ্ঠতম দাবা খেলোয়াড় হলেন কে?
ডি. গুকেশ
আর. প্রজ্ঞানন্দ
কোনেরু হাম্পি
অভিমন্যু মিশ্র
6.কোন শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য Permanent Education Number (PEN) বাধ্যতামূলক করা হলো?
২০২৩-২৪
২০২৭-২৮
২০২৪-২৫
২০২৫-২৬
7.LGBTQ+ কমিউনিটির জন্য গঠিত কেন্দ্রীয় কমিটির হেড হলেন কে?
মীনেশ শাহ
স্মৃতি ইরানি
রাজীব গৌবা
মেনকা প্রধান
8.ইরানের মিসাইল গুলোকে দিকভ্রষ্ট করতে GPS Spoofing Technology ব্যবহার করলো কে?
আমেরিকা
রাশিয়া
ইউক্রেন
ইজরায়েল
9.চার দিনের কর্ম-সপ্তাহ নীতি রূপায়ণ করতে চলা এশিয়ার প্রথম দেশ কে?
জাপান
চীন
সিঙ্গাপুর
ভিয়েতনাম
10.Khelo India NTPC National Ranking Archery Meet-এ শীতল দেবী কিসের মেডেল জিতলেন?
সোনা
রূপো
ব্রোঞ্জ
কোনোটিই নয়
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link