Breaking







Tuesday, January 23, 2024

রাম মন্দির সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Ram Mandir GK in Bengali

অযোধ্যার রাম মন্দির সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর PDF

রাম মন্দির সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
রাম মন্দির প্রশ্ন উত্তর PDF
নমস্কার বন্ধুরা,
আজ রাম মন্দির সম্পর্কিত প্রশ্ন উত্তর PDFটি দিচ্ছি, যেটিতে অযোধ্যায় প্রতিষ্ঠা করা রাম মন্দির সম্পর্কে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর দেওয়া হলো বাংলায়। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স-এর বিষয় হিসাবে আগত সমস্ত চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে।

রাম মন্দির জিকে PDF

1.অযোধ্যায় রাম মন্দির কবে প্রতিষ্ঠা করা হলো?
Ans:- ২০২৪ সালের ২২শে জানুয়ারী

2.রাম মন্দিরটি প্রতিষ্ঠা করলেন কে?
Ans:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

3.এই মন্দিরটি কোন রাজ্যের অযোধ্যা শহরে প্রতিষ্ঠা করা হলো?
Ans:- উত্তর প্রদেশ

4.অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
Ans:- সরযু

5.রাম মন্দির বানানোর জন্য মোট বাজেট কত?
Ans:- ১৮০০ কোটি টাকা

6.অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত?
Ans:- ৩৮০ ফুট

7.অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ কত?
Ans:- ২৫০ ফুট

8.রাম মন্দিরের উচ্চতা কত?
Ans:- ১৬১ ফুট

9.রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত?
Ans:- ১৪১ ফুট

10.মূল মন্দিরটি কত একর জমির উপর অবস্থিত?
Ans:- ২.৬৭ একর বা প্রায় ২.৭ একর

11.সম্পূর্ণ মন্দির এলাকার জন্য বরাদ্দ জমি কত?
Ans:- ৭১ একর

12.অযোধ্যার পূর্বনাম কী ছিল?
Ans:- ফৈজাবাদ

13.অযোধ্যা রাম মন্দিরটি কত তল বিশিষ্ট?
Ans:- তিন তলা; প্রতিটি তল ২০ ফুট উচ্চতাসম্পন্ন

14.রাম মন্দিরে মোট কয়টি পিলার বা স্তম্ভ রয়েছে?
Ans:- ৩৯২টি

15.রাম মন্দিরে মোট কয়টি দরজা রয়েছে?
Ans:- ৪৪টি

16.রাম মন্দিরে মোট কয়টি মন্ডপ রয়েছে?
Ans:- ৫টি মন্ডপ

17.৫টি মন্ডপের নাম কী কী?
Ans:- সভা, নৃত্য, রঙ্গ, কীর্তন এবং প্রার্থনা

18.রাম মন্দির পরিসরের চার কোনে কার কার মন্দির রয়েছে?
Ans:- ভগবান সূর্য্য, মা ভগবতী, গণপতি এবং শিবের মন্দির

19.রাম মন্দির তৈরিতে মূল বাস্তুকার বা আর্কিটেক্ট কে ছিলেন?
Ans:- চন্দ্রকান্ত সোমপুরা, যিনি মন্দিরের নকশা বানিয়েছেন

20.কোন স্থাপত্য শৈলীতে রাম মন্দির বানানো হয়েছে?
Ans:- নাগারা শৈলী (গুজরা-চৌলক্য)

21.রাম মন্দিরের "রাম লালার মূর্তিটি" কে বানিয়েছেন?
Ans:- মহীশূরের অরুণ যোগীরাজ

22.কোন শিলায় রাম লালার মূর্তিটি তৈরি করা হয়েছে?
Ans:- কর্ণাটকের কৃষ্ণ শিলা

23.রাম লালার মূর্তির উচ্চতা ও প্রস্থ কত?
Ans:- ৫১ ইঞ্চি বা ৪.২৫ ফুট উচ্চতা এবং ৩৬ ইঞ্চি বা ৩ ফুট প্রস্থ

24.রাম লালার মূর্তির দুই পাশে বিষ্ণুর কয়টি অবতারের মূর্তি রয়েছে এবং কী কী?
Ans:- ১০টি অবতার; মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি

25.রাম লালার মূর্তিতে ১০ অবতার ছাড়াও আর কার কার মূর্তি খোদিত রয়েছে?
Ans:- একদিকে হনুমান এবং তার বিপরীত দিকে গরুড় দেবতা 

26.রাম লালার এই মূর্তির মাধ্যমে রামের কোন বয়সকে তুলে ধরা হয়েছে?
Ans:- ৫ বছর বয়স

27.রাম লালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত কত সেকেন্ড ছিল?
Ans:- ৮৪ সেকেন্ড। দুপুর ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত

28.রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন?
Ans:- বারাণসীর পুরোহিত লক্ষ্মী কান্ত দীক্ষিত

29.মন্দিরের ভিত্তি ভূমিতে ব্যবহারের জন্য নেপাল থেকে আনা শালীগ্রাম শিলা কীসের প্রতীক?
Ans:- ভগবান বিষ্ণুর প্রতীক

30.রাম মন্দির তৈরিতে কোন পাথর ব্যবহার করা হয়েছে?
Ans:- গোলাপী বেলে পাথর

31.এই পাথর গুলি কোথা থেকে আনা হয়েছে?
Ans:- রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকা থেকে

32.রাম মন্দির তৈরিতে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে?
Ans:- লোহা এবং স্টিল

33.রাম মন্দিরের ভিত্তিতে ব্যবহৃত ইঁটের বৈশিষ্ট্য কী?
Ans:- শ্রী রাম লেখা ২ লক্ষেরও বেশি ইঁট

34.অযোধ্যার নতুন তৈরী রাম মন্দিরটির জীবনকাল কত বছর নির্ধারণ করা হয়েছে?
Ans:- ১০০০ বছর

35.অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন বা ভিত্তি প্রস্তর স্থাপন বা শিলান্যাস কবে হয়?
Ans:- ২০২০ সালের ৫ই আগস্ট

36.রাম মন্দিরের শিলান্যাস কে করেন?
Ans:- নরেন্দ্র মোদী

37.অযোধ্যা রাম মন্দিরের জন্য তৈরী ট্রাস্ট-এর নাম কী?
Ans:- শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট

38.শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট-এর চেয়ারম্যান কে?
Ans:- নৃত্যগোপাল দাস

39.এই ট্রাস্টের সাধারণ সম্পাদক কে?
Ans:- চম্পত রায়

40.রাম লালার মূর্তিটি নব নির্মিত মন্দিরের গর্ভগৃহে কবে রাখা হয়েছিল?
Ans:- ১৮ই জানুয়ারী

41.অযোধ্যায় রাম মন্দিরটি নির্মাণ করেছে কোন কোম্পানি?
Ans:- লারসেন অ্যান্ড টুব্রো (L&T)

42.রাম মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম প্রদীপটির বৈশিষ্ট্য কী?
Ans:- এটির উচ্চতা ৩০০ ফুট, ১.২৫ কুইন্টাল তুলো এবং ২১,০০০ লিটার তেল ব্যবহার করা হয়েছে

43.মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম চাবি তালার বৈশিষ্ট্য কী?
Ans:- এটির ওজন ৪০০ কেজি, এটি আলিগড় থেকে আনা হয়েছে, যেটি বানিয়েছেন সত্য প্রকাশ শর্মা

44.মন্দিরের উদ্বোধনে জ্বলা ধুপকাঠিটি কত ফুট লম্বা এবং এর ওজন কত?
Ans:- ১০৮ ফুট; এটির ওজন প্রায় ৩৬০০ কেজি

45.রাম মন্দিরে রাখা ঘন্টার ওজন কত?
Ans:- ২১০০ কেজি, যেটি অষ্ট ধাতু দিয়ে তৈরী

46.মন্দিরের কত ফুট নীচে তামার "টাইম ক্যাপসুল" রাখা হয়েছে?
Ans:- ২০০০ ফুট নীচে

47.বাবরী মসজিদ কবে নির্মিত হয়?
Ans:- ১৫২৮ সালে

48.বাবরী মসজিদ কে নির্মান করেছিলেন?
Ans:- বাবরের সেনাপতি মীর বাকি

49.বাবরি মসজিদ কত সালে ভাঙ্গা হয়?
Ans:- ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর

50.বাবরী মসজিদ-অযোধ্যা রাম মন্দির বিবাদ মামলার ফলাফল কবে ঘোষণা করে সুপ্রিমকোর্ট?
Ans:- ২০১৯ সালের ৯ই নভেম্বর

51.কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল রায়ের জন্য?
Ans:- পাঁচ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হয়েছিল মামলার শুনানি। এই পাঁচ বিচারপতি হলেন- রঞ্জন গগৈ, এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, আবদুল নাজির। 

55.বাবরী মসজিদ-অযোধ্যা রাম মন্দির বিবাদ মামলার প্রধান বিচারপতি কে ছিলেন?
Ans:- রঞ্জন গগৈ

53.মামলার ফলাফল স্বরূপ মসজিদ তৈরির জন্য কত একর জমি বরাদ্দ করেছে সুপ্রিমকোর্ট?
Ans:- অযোধ্যার ধান্নিপুরে ৫ একর জমি

সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: রাম মন্দির জিকে পিডিএফ
File Format: PDF
No. of Pages: 3
File Size: 202 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link