আজ রাম মন্দির সম্পর্কিত প্রশ্ন উত্তর PDFটি দিচ্ছি, যেটিতে অযোধ্যায় প্রতিষ্ঠা করা রাম মন্দির সম্পর্কে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর দেওয়া হলো বাংলায়। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স-এর বিষয় হিসাবে আগত সমস্ত চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে।
রাম মন্দির জিকে PDF
1.অযোধ্যায় রাম মন্দির কবে প্রতিষ্ঠা করা হলো?Ans:- ২০২৪ সালের ২২শে জানুয়ারী
2.রাম মন্দিরটি প্রতিষ্ঠা করলেন কে?
Ans:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
3.এই মন্দিরটি কোন রাজ্যের অযোধ্যা শহরে প্রতিষ্ঠা করা হলো?
Ans:- উত্তর প্রদেশ
4.অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
Ans:- সরযু
5.রাম মন্দির বানানোর জন্য মোট বাজেট কত?
Ans:- ১৮০০ কোটি টাকা
6.অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত?
Ans:- ৩৮০ ফুট
7.অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ কত?
Ans:- ২৫০ ফুট
Ans:- ২৫০ ফুট
8.রাম মন্দিরের উচ্চতা কত?
Ans:- ১৬১ ফুট
Ans:- ১৬১ ফুট
9.রাম মন্দিরের মূল গম্বুজের উচ্চতা কত?
Ans:- ১৪১ ফুট
10.মূল মন্দিরটি কত একর জমির উপর অবস্থিত?
Ans:- ২.৬৭ একর বা প্রায় ২.৭ একর
11.সম্পূর্ণ মন্দির এলাকার জন্য বরাদ্দ জমি কত?
Ans:- ৭১ একর
12.অযোধ্যার পূর্বনাম কী ছিল?
Ans:- ফৈজাবাদ
13.অযোধ্যা রাম মন্দিরটি কত তল বিশিষ্ট?
Ans:- তিন তলা; প্রতিটি তল ২০ ফুট উচ্চতাসম্পন্ন
14.রাম মন্দিরে মোট কয়টি পিলার বা স্তম্ভ রয়েছে?
Ans:- ৩৯২টি
15.রাম মন্দিরে মোট কয়টি দরজা রয়েছে?
Ans:- ৪৪টি
16.রাম মন্দিরে মোট কয়টি মন্ডপ রয়েছে?
Ans:- ৫টি মন্ডপ
17.৫টি মন্ডপের নাম কী কী?
Ans:- সভা, নৃত্য, রঙ্গ, কীর্তন এবং প্রার্থনা
18.রাম মন্দির পরিসরের চার কোনে কার কার মন্দির রয়েছে?
Ans:- ভগবান সূর্য্য, মা ভগবতী, গণপতি এবং শিবের মন্দির
19.রাম মন্দির তৈরিতে মূল বাস্তুকার বা আর্কিটেক্ট কে ছিলেন?
Ans:- চন্দ্রকান্ত সোমপুরা, যিনি মন্দিরের নকশা বানিয়েছেন
20.কোন স্থাপত্য শৈলীতে রাম মন্দির বানানো হয়েছে?
20.কোন স্থাপত্য শৈলীতে রাম মন্দির বানানো হয়েছে?
Ans:- নাগারা শৈলী (গুজরা-চৌলক্য)
21.রাম মন্দিরের "রাম লালার মূর্তিটি" কে বানিয়েছেন?
Ans:- মহীশূরের অরুণ যোগীরাজ
22.কোন শিলায় রাম লালার মূর্তিটি তৈরি করা হয়েছে?
Ans:- কর্ণাটকের কৃষ্ণ শিলা
23.রাম লালার মূর্তির উচ্চতা ও প্রস্থ কত?
Ans:- ৫১ ইঞ্চি বা ৪.২৫ ফুট উচ্চতা এবং ৩৬ ইঞ্চি বা ৩ ফুট প্রস্থ
24.রাম লালার মূর্তির দুই পাশে বিষ্ণুর কয়টি অবতারের মূর্তি রয়েছে এবং কী কী?
Ans:- ১০টি অবতার; মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি
25.রাম লালার মূর্তিতে ১০ অবতার ছাড়াও আর কার কার মূর্তি খোদিত রয়েছে?
Ans:- একদিকে হনুমান এবং তার বিপরীত দিকে গরুড় দেবতা
26.রাম লালার এই মূর্তির মাধ্যমে রামের কোন বয়সকে তুলে ধরা হয়েছে?
Ans:- ৫ বছর বয়স
27.রাম লালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত কত সেকেন্ড ছিল?
27.রাম লালার প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্ত কত সেকেন্ড ছিল?
Ans:- ৮৪ সেকেন্ড। দুপুর ১২টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত
28.রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা কে করেছেন?
Ans:- বারাণসীর পুরোহিত লক্ষ্মী কান্ত দীক্ষিত
29.মন্দিরের ভিত্তি ভূমিতে ব্যবহারের জন্য নেপাল থেকে আনা শালীগ্রাম শিলা কীসের প্রতীক?
Ans:- ভগবান বিষ্ণুর প্রতীক
30.রাম মন্দির তৈরিতে কোন পাথর ব্যবহার করা হয়েছে?
Ans:- গোলাপী বেলে পাথর
31.এই পাথর গুলি কোথা থেকে আনা হয়েছে?
Ans:- রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকা থেকে
32.রাম মন্দির তৈরিতে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে?
Ans:- লোহা এবং স্টিল
33.রাম মন্দিরের ভিত্তিতে ব্যবহৃত ইঁটের বৈশিষ্ট্য কী?
Ans:- শ্রী রাম লেখা ২ লক্ষেরও বেশি ইঁট
34.অযোধ্যার নতুন তৈরী রাম মন্দিরটির জীবনকাল কত বছর নির্ধারণ করা হয়েছে?
Ans:- ১০০০ বছর
35.অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন বা ভিত্তি প্রস্তর স্থাপন বা শিলান্যাস কবে হয়?
Ans:- ২০২০ সালের ৫ই আগস্ট
36.রাম মন্দিরের শিলান্যাস কে করেন?
Ans:- নরেন্দ্র মোদী
37.অযোধ্যা রাম মন্দিরের জন্য তৈরী ট্রাস্ট-এর নাম কী?
Ans:- শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট
38.শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট-এর চেয়ারম্যান কে?
Ans:- নৃত্যগোপাল দাস
39.এই ট্রাস্টের সাধারণ সম্পাদক কে?
Ans:- চম্পত রায়
40.রাম লালার মূর্তিটি নব নির্মিত মন্দিরের গর্ভগৃহে কবে রাখা হয়েছিল?
Ans:- ১৮ই জানুয়ারী
41.অযোধ্যায় রাম মন্দিরটি নির্মাণ করেছে কোন কোম্পানি?
Ans:- লারসেন অ্যান্ড টুব্রো (L&T)
42.রাম মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম প্রদীপটির বৈশিষ্ট্য কী?
Ans:- এটির উচ্চতা ৩০০ ফুট, ১.২৫ কুইন্টাল তুলো এবং ২১,০০০ লিটার তেল ব্যবহার করা হয়েছে
43.মন্দিরে রাখা বিশ্বের বৃহত্তম চাবি তালার বৈশিষ্ট্য কী?
Ans:- এটির ওজন ৪০০ কেজি, এটি আলিগড় থেকে আনা হয়েছে, যেটি বানিয়েছেন সত্য প্রকাশ শর্মা
44.মন্দিরের উদ্বোধনে জ্বলা ধুপকাঠিটি কত ফুট লম্বা এবং এর ওজন কত?
Ans:- ১০৮ ফুট; এটির ওজন প্রায় ৩৬০০ কেজি
45.রাম মন্দিরে রাখা ঘন্টার ওজন কত?
Ans:- ২১০০ কেজি, যেটি অষ্ট ধাতু দিয়ে তৈরী
46.মন্দিরের কত ফুট নীচে তামার "টাইম ক্যাপসুল" রাখা হয়েছে?
Ans:- ২০০০ ফুট নীচে
47.বাবরী মসজিদ কবে নির্মিত হয়?
Ans:- ১৫২৮ সালে
48.বাবরী মসজিদ কে নির্মান করেছিলেন?
Ans:- বাবরের সেনাপতি মীর বাকি
49.বাবরি মসজিদ কত সালে ভাঙ্গা হয়?
Ans:- ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর
50.বাবরী মসজিদ-অযোধ্যা রাম মন্দির বিবাদ মামলার ফলাফল কবে ঘোষণা করে সুপ্রিমকোর্ট?
Ans:- ২০১৯ সালের ৯ই নভেম্বর
51.কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল রায়ের জন্য?
Ans:- পাঁচ জন বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হয়েছিল মামলার শুনানি। এই পাঁচ বিচারপতি হলেন- রঞ্জন গগৈ, এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, আবদুল নাজির।
55.বাবরী মসজিদ-অযোধ্যা রাম মন্দির বিবাদ মামলার প্রধান বিচারপতি কে ছিলেন?
Ans:- রঞ্জন গগৈ
53.মামলার ফলাফল স্বরূপ মসজিদ তৈরির জন্য কত একর জমি বরাদ্দ করেছে সুপ্রিমকোর্ট?
Ans:- অযোধ্যার ধান্নিপুরে ৫ একর জমি
সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে
File Details::
File Name: রাম মন্দির জিকে পিডিএফ
File Format: PDF
No. of Pages: 3
File Size: 202 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link