12th January 2024 Current Affairs in Bengali
![]() |
January 2024 Current Affairs in Bengali |
12th January Current Affairs in Bengali
1.২৭তম জাতীয় যুব দিবস পালন করা হলো কোন শহরে?
নিউ দিল্লি
নাশিক
নাগপুর
ভাইজাগ
উত্তর:: নাশিক, মহারাষ্ট্র
এবছরের থিম ছিল-“MYBharat-ViksitBharat@2047 – By the Youth, For the Youth”
2.নতুন আইনের মাধ্যমে কুকুরের মাংসের ব্যবসা ব্যান করলো কোন দেশ?
ভারত
চীন
দক্ষিণ কোরিয়া
ইংল্যান্ড
উত্তর:: দক্ষিণ কোরিয়া
3.সম্প্রতি "রামলালা দর্শন স্কিম" লঞ্চ করলো কোন রাজ্য?
ছত্তিশগড়
উত্তর প্রদেশ
বিহার
ঝাড়খন্ড
উত্তর:: ছত্তিশগড়
4.World Trade Organisation (WTO)-এ ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলে কে?
অরিন্দম বাগচী
সেন্থিল পান্ডিয়ান
মনোজ কম্বোজ
আর. কুমার
উত্তর:: সেন্থিল পান্ডিয়ান
হেড কোয়ার্টার- জেনেভা
প্রতিষ্ঠা সাল- ১৯৯৫ সালের ১লা জানুয়ারি
5.কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন Tshering Tobgay?
নেপাল
মায়ানমার
ইন্দোনেশিয়া
ভুটান
উত্তর:: ভুটান
রাজধানী- থিম্পু
মুদ্রার নাম- গুলট্রাম
6.Henley Passport Index 2024-এ ভারতের স্থান কত?
৮৫
৭৯
৮০
৯৬
উত্তর:: ৮০
প্রথম স্থানে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি এবং স্পেন
7.সম্প্রতি প্রয়াত হরিরাম দ্বিবেদী কোন ভাষার লেখক ছিলেন?
তেলেগু
মারাঠি
হিন্দি
তামিল
উত্তর:: হিন্দি
মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর
8.International Labour Organization-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে বেকারত্ব কত শতাংশ বৃদ্ধি পাবে?
৫.২%
৬%
৪.৯%
৩.১%
উত্তর:: ৫.২%
9.MILAN 24 নামে অনুশীলন হোস্ট করবে কোন দেশের নেভি?
শ্রীলঙ্কা
ভারত
বাংলাদেশ
থাইল্যান্ড
উত্তর:: ভারত
এটি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে
10.শ্রীলঙ্কার ক্যান্ডিতে ক্যাম্পাস চালু করতে করতে চলেছে কোন IIT?
IIT Delhi
IIT Kanpur
IIT Roorkee
IIT Madras
উত্তর:: IIT Madras
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link