আজ 2023 নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে ২০২৩ সালে সমস্ত নোবেলজয়ীর নাম ও তাদের কৃতিত্ব উল্লেখ করা হলো বাংলায়। কারেন্ট অ্যাফেয়ার্স-এর বিষয় হিসাবে আগত সমস্ত চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে। যেমন:- ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কে? সাহিত্যে ২০২৩ নোবেল প্রাইজ পেলেন কে? ইত্যাদি।
2023 নোবেল পুরস্কার বিজয়ী
■ মেডিসিন বা ফিজিওলজিতে নোবেল পুরস্কার 2023 বিজয়ী
কোভিড-১৯ এর বিরুদ্ধে mRNA টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য চিকিৎসা বিজ্ঞানে ২০২৩ নোবেল পুরস্কার পেলেন হাঙ্গেরির ক্যাটালিন কারিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রু উইসম্যান।
■ পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার 2023 বিজয়ী
ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় অ্যাটোসেকেন্ড পালস তৈরির পরীক্ষামূলক পদ্ধতির গবেষনার জন্য পদার্থবিদ্যায় ২০২৩ নোবেল প্রাইজ পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোস্টিনি, জার্মানির ফেরেঙ্ক ক্রাউস ও সুইডেনের অ্যান ল'হুইলিয়ার।
■ রসায়ন বিজ্ঞানে নোবেল পুরস্কার 2023 বিজয়ী
কোয়ান্টাম ডটসের আবিষ্কার ও এর সংশ্লেষণ-এর উপর গবেষনার জন্য রসায়নবিদ্যায় ২০২৩ নোবেল প্রাইজ পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মৌঙ্গি জি বাওয়েন্দি, লুইস ই ব্রুস ও অ্যালেক্সি আই একিমভ।
■ সাহিত্যে ২০২৩ নোবেল পুরস্কার 2023 বিজয়ী
উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য সাহিত্যে ২০২৩ নোবেল প্রাইজ পেলেন নরওয়ের জন ফসে।
■ শান্তিতে নোবেল পুরস্কার 2023 বিজয়ী
ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতা প্রসারের জন্য শান্তিতে ২০২৩ নোবেল প্রাইজ পেলেন ইরানের নার্গিস মোহাম্মদী।
■ অর্থনীতিতে 2023 Sveriges Riksbank Prize বিজয়ী
‘নারীদের শ্রম বাজারের ফলাফল সম্পর্কে আমাদের ধারণায় অগ্রগতির জন্য’ ২০২৩ অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গোল্ডিন।
নোবেল পুরস্কারের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: ২০২৩ নোবেল পুরস্কার
File Format: PDF
No. of Pages: 1
File Size: 101 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link