ভারতের খনিজ উত্তোলন কেন্দ্রের নাম তালিকা PDF
![]() |
ভারতের খনিজ উত্তোলক কেন্দ্র |
নমস্কার বন্ধুরা,
আজ ভারতের খনিজ উত্তোলক কেন্দ্রের নাম তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে বিভিন্ন রাজ্যের খনিজ উত্তোলক কেন্দ্রের নামের তথ্য দেওয়া হয়েছে বাংলায়। ভারতের ভূগোল ও জিকের বিষয় হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- ঝরিয়া কয়লা উত্তোলক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? বয়লাডিলা কোন খনিজের জন্য বিখ্যাত? ইত্যাদি।
ভারতের খনিজ উত্তোলক কেন্দ্র
খনিজ | খনির নাম |
---|---|
লোহা | বারবিল-কইরা ভ্যালি (ওড়িশা) বয়লাডিলা (ছত্তিশগড়) দাল্লি-রাজহারা(ছত্তিশগড়) |
কয়লা | ঝরিয়া, বোকারো, গিরিডি(ঝাড়খন্ড) তালচের (ওড়িশা) সিঙ্গারুলি (মধ্যপ্রদেশ) |
ম্যাঙ্গানিজ | বালাঘাট (মধ্যপ্রদেশ) নাগপুর-ভান্ডারা (মহারাষ্ট্র) ওড়িশা |
ক্রোমাইট | সুকিন্দা ভ্যালি (ওড়িশা) হাসান রিজিয়ন (কর্নাটক) |
নিকেল | সুকিন্দা ভ্যালি (ওড়িশা) সিংভুম রিজিয়ন (ঝাড়খন্ড) |
কোবাল্ট | সিংভুম রিজিয়ন (ঝাড়খন্ড) কেন্দুঝড় (ওড়িশা) তুয়েনসাং (নাগাল্যান্ড) |
বক্সাইট | বালাঙ্গির, কোরাপুত (ওড়িশা) গুমলা (ঝাড়খন্ড) শাহ্দল (মধ্যপ্রদেশ) |
তামা | মালানখন্ড বেল্ট (মধ্যপ্রদেশ) খেত্রী বেল্ট, খো-দারিবা (রাজস্থান) |
সোনা | কোলার গোল্ড ফিল্ড, হুত্তি গোল্ড ফিল্ড (কর্নাটক) রামাগিরি মাইনস (অন্ধ্রপ্রদেশ) সুবর্ণরেখা (ঝাড়খন্ড) |
রুপো | জাওয়ার মাইনস (রাজস্থান) তুন্দু মাইনস (ঝাড়খন্ড) |
সীসা | রামপুরা আঘুচা (রাজস্থান) সিন্দেসার মাইনস (রাজস্থান) |
টিন | দান্তেবারা (ছত্তিশগড়) |
ম্যাগনেশিয়াম | চক হিল (তামিলনাড়ু) আলমোরা (উত্তরাখণ্ড) |
লাইমস্টোন | জবলপুর, সাতনা (মধ্যপ্রদেশ) কুদ্দাপাহ (অন্ধ্রপ্রদেশ) |
অভ্র | গুডুর মাইনস (অন্ধ্রপ্রদেশ) আরাবল্লী (রাজস্থান) কোডারমা (ঝাড়খন্ড) |
ডলোমাইট | বাস্তার, রায়গড় (ছত্তিশগড়) বীরমিত্রপুর (ওড়িশা) খাম্মাম রিজিয়ন (অন্ধ্রপ্রদেশ) |
কায়ানাইট | পাবরী মাইনস (মহারাষ্ট্র) নাবারগাঁও (মহারাষ্ট্র) |
জিপসাম | যোধপুর, বিকানের, জয়্সলমির (রাজস্থান) |
হীরা | মাঝগাবান পান্না মাইনস (মধ্যপ্রদেশ) |
খনিজ তেল | লুনেজ, আঙ্কেলেশ্বর, কালল (গুজরাট) মুম্বাই হাই (মহারাষ্ট্র) ডিগবয় (আসাম) |
ইউরেনিয়াম | জাদুগোড়া (ঝাড়খন্ড) তুম্মালাপাল্লে মাইন (অন্ধ্রপ্রদেশ) দমিয়াসিয়াত মাইন (মেঘালয়) |
অ্যাসবেসটস | পালি (রাজস্থান) কুদ্দাপাহ (অন্ধ্রপ্রদেশ) |
বিখ্যাত খনিজ উত্তোলক কেন্দ্রের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: ভারতের বিখ্যাত খনিজ উত্তোলক কেন্দ্র
File Format: PDF
No. of Pages: 4
File Size: 148 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link