Breaking







Wednesday, September 20, 2023

ভারতের খনিজ উত্তোলক কেন্দ্রের নাম তালিকা PDF | List of Mines in India

ভারতের খনিজ উত্তোলন কেন্দ্রের নাম তালিকা PDF

ভারতের খনিজ উত্তোলক কেন্দ্রের নাম তালিকা PDF
ভারতের খনিজ উত্তোলক কেন্দ্র
নমস্কার বন্ধুরা,
আজ ভারতের খনিজ উত্তোলক কেন্দ্রের নাম তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে বিভিন্ন রাজ্যের খনিজ উত্তোলক কেন্দ্রের নামের তথ্য দেওয়া হয়েছে বাংলায়। ভারতের ভূগোল ও জিকের বিষয় হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- ঝরিয়া কয়লা উত্তোলক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? বয়লাডিলা কোন খনিজের জন্য বিখ্যাত? ইত্যাদি।

ভারতের খনিজ উত্তোলক কেন্দ্র

খনিজ খনির নাম
লোহা বারবিল-কইরা ভ্যালি (ওড়িশা)
বয়লাডিলা (ছত্তিশগড়)
দাল্লি-রাজহারা(ছত্তিশগড়)
কয়লা ঝরিয়া, বোকারো, গিরিডি(ঝাড়খন্ড)
তালচের (ওড়িশা)
সিঙ্গারুলি (মধ্যপ্রদেশ)
ম্যাঙ্গানিজ বালাঘাট (মধ্যপ্রদেশ)
নাগপুর-ভান্ডারা (মহারাষ্ট্র)
ওড়িশা
ক্রোমাইট সুকিন্দা ভ্যালি (ওড়িশা)
হাসান রিজিয়ন (কর্নাটক)
নিকেল সুকিন্দা ভ্যালি (ওড়িশা)
সিংভুম রিজিয়ন (ঝাড়খন্ড)
কোবাল্ট সিংভুম রিজিয়ন (ঝাড়খন্ড)
কেন্দুঝড় (ওড়িশা)
তুয়েনসাং (নাগাল্যান্ড)
বক্সাইট বালাঙ্গির, কোরাপুত (ওড়িশা)
গুমলা (ঝাড়খন্ড)
শাহ্দল (মধ্যপ্রদেশ)
তামা মালানখন্ড বেল্ট (মধ্যপ্রদেশ)
খেত্রী বেল্ট, খো-দারিবা (রাজস্থান)
সোনা কোলার গোল্ড ফিল্ড, হুত্তি গোল্ড ফিল্ড (কর্নাটক)
রামাগিরি মাইনস (অন্ধ্রপ্রদেশ)
সুবর্ণরেখা (ঝাড়খন্ড)
রুপো জাওয়ার মাইনস (রাজস্থান)
তুন্দু মাইনস (ঝাড়খন্ড)
সীসা রামপুরা আঘুচা (রাজস্থান)
সিন্দেসার মাইনস (রাজস্থান)
টিন দান্তেবারা (ছত্তিশগড়)
ম্যাগনেশিয়াম চক হিল (তামিলনাড়ু)
আলমোরা (উত্তরাখণ্ড)
লাইমস্টোন জবলপুর, সাতনা (মধ্যপ্রদেশ)
কুদ্দাপাহ (অন্ধ্রপ্রদেশ)
অভ্র গুডুর মাইনস (অন্ধ্রপ্রদেশ)
আরাবল্লী (রাজস্থান)
কোডারমা (ঝাড়খন্ড)
ডলোমাইট বাস্তার, রায়গড় (ছত্তিশগড়)
বীরমিত্রপুর (ওড়িশা)
খাম্মাম রিজিয়ন (অন্ধ্রপ্রদেশ)
কায়ানাইট পাবরী মাইনস (মহারাষ্ট্র)
নাবারগাঁও (মহারাষ্ট্র)
জিপসাম যোধপুর, বিকানের, জয়্সলমির (রাজস্থান)
হীরা মাঝগাবান পান্না মাইনস (মধ্যপ্রদেশ)
খনিজ তেল লুনেজ, আঙ্কেলেশ্বর, কালল (গুজরাট)
মুম্বাই হাই (মহারাষ্ট্র)
ডিগবয় (আসাম)
ইউরেনিয়াম জাদুগোড়া (ঝাড়খন্ড)
তুম্মালাপাল্লে মাইন (অন্ধ্রপ্রদেশ)
দমিয়াসিয়াত মাইন (মেঘালয়)
অ্যাসবেসটস পালি (রাজস্থান)
কুদ্দাপাহ (অন্ধ্রপ্রদেশ)

বিখ্যাত খনিজ উত্তোলক কেন্দ্রের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে 

File Details::
File Name: ভারতের বিখ্যাত খনিজ উত্তোলক কেন্দ্র
File Format: PDF
No. of Pages: 4
File Size: 148 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link