3rd August 2023 Current Affairs in Bengali
![]() |
August 2023 Current Affairs in Bengali |
3rd August Current Affairs in Bengali
1.২০২৩ জুলাই মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা?১.৫৫
১.৪৯
১.৬৫
১.৬৯
2.Most Billionaire MLAs তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য?
উত্তর প্রদেশ
গুজরাট
মহারাষ্ট্র
কর্ণাটক
3.Association for Democratic Reforms (ADR)-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের সবচেয়ে ধনী MLA হলেন কে?
ডি.কে. শিবাকুমার
পূত্তাস্বামী
অরুণ লাল
সতীশ চন্দ্র
4.ব্রিগেডিয়ার ও তার থেকে উচ্চ পদস্থ অফিসারদের জন্য কমন ইউনিফর্ম আনলো কে?
ইন্ডিয়ান আর্মি
নেভি
কোস্ট গার্ড
এয়ার ফোর্স
5.Microsoft India-র নতুন কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে?
রিতেশ দেশমুখ
পুনিত চন্দক
বিল্লাল হোসেন
পরিমল মাইতি
6.“Kargil: Ek Yatri Ki Jubani” শিরোনামে বই লিখলেন কে?
ঋষি রাজ
সিদ্ধার্থ শর্মা
জুবায়ের আহমেদ
অমর্জিত পাঠক
7.পেশাদার ফুটবল থেকে অবসর ঘোষণাকারী Diego Godin কোন দেশের খেলোয়াড়?
ব্রাজিল
আর্জেন্টিনা
সেনেগাল
উরুগুয়ে
8.টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Moeen Ali কোন দেশের খেলোয়াড়?
ইংল্যান্ড
অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
পাকিস্তান
9.ভারতে প্রথম Vertical University Campus তৈরি করবে কোন রাজ্য?
কর্ণাটক
মহারাষ্ট্র
তামিলনাড়ু
কেরালা
10.কোন দেশের সাথে FALCON Shield-2023 নামে যৌথ বায়ুসেনা অনুশীলন শুরু করছে চীন?
UAE
ইজরায়েল
ফিলিপিন্স
থাইল্যান্ড
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link