Breaking







Friday, July 21, 2023

কে কোন ঘরানার সাথে যুক্ত তালিকা PDF || Musicians & Their Gharana

বিখ্যাত সঙ্গীত শিল্পী ও তার ঘরানা তালিকা PDF

ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী ও ঘরানা তালিকা PDF
সঙ্গীত শিল্পী ও ঘরানা
নমস্কার বন্ধুরা,
আজ কে কোন ঘরানার সাথে যুক্ত তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন ঘরানার নাম ও সঙ্গে যুক্ত শিল্পীর নাম দেওয়া আছে। জিকের অন্যতম বিষয় হিসাবে কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- ভীম সেন জোশী কোন ঘরানার সঙ্গে যুক্ত? পন্ডিত রবি শঙ্কর কোন ঘরানার শিল্পী? ইত্যাদি।

কে কোন ঘরানার সাথে যুক্ত

ঘরানা সঙ্গীত শিল্পী
গোয়ালিয়র ঘরানা কৃষ্ণরাও শঙ্কর পন্ডিত
বিষ্ণু দিগম্বর পালুস্কার
রাজা ভাইয়া পুঁচবালে
আগ্রা ঘরানা খাদিম হুসেন খান
ফৈয়াজ খান
জোহরাবাই
ভারথী প্রতাপ
ওয়াসিম আহমেদ খান
মেবাতি ঘরানা পন্ডিত যশরাজ
কালা রামনাথ
পন্ডিত অভয়ংকর
পন্ডিত অরবিন্দ থাত্তে
কিরানা ঘরানা ভীম সেন জোশী
সবাই গন্ধর্ব
গাঙ্গুবাই হুঙ্গাল
প্রভা আত্রে
সুরেশ বাবু মানে
হীরাবাই
সুমিত্রা গুহ
বেগম আখতার
আত্রৌলি ঘরানা মল্লিকার্জুন মনসুর
কিশোরী আমনকার
রঘুনন্দন পানশিকার
অশ্বিনী ভিরে দেশপান্ডে
সঞ্জয় দীক্ষিত
শ্রুতি সদলিকার
সহস্বান ঘরানা নিসার হুসেন খান
রসিদ খান
মুস্তাক হুসেন
ভেন্ডিবাজার ঘরানা আমন আলী খান
অঞ্জনীবাই মালপেকার
আমির খান
বেনারস ঘরানা রজন মিশ্র
সজন মিশ্র
গিরিজা দেবী
দিল্লি ঘরানা চাঁদ খান
নাসির আহমেদ খান
উসমান খান
কৃষ্ণ বিস্ত
শ্যাম চৌরাসিয়া ঘরানা সালামত আলী
নাজাকাত আলী খান
পাতিয়ালা ঘরানা বরে গুলাম আলী খান
অজয় চক্রবর্তী
রাজা আলী খান
বসন্তরাও দেশপান্ডে
প্রসুন ব্যানার্জি
কাব্বাল বাচ্চ কা ঘরানা আমির খসরু
মৈহর ঘরানা পন্ডিত রবি শঙ্কর

ঘরানার সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: সঙ্গীত শিল্পী ও তার ঘরানা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 140 KB

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link