আজ কে কোন ঘরানার সাথে যুক্ত তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ভারতের বিভিন্ন ঘরানার নাম ও সঙ্গে যুক্ত শিল্পীর নাম দেওয়া আছে। জিকের অন্যতম বিষয় হিসাবে কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- ভীম সেন জোশী কোন ঘরানার সঙ্গে যুক্ত? পন্ডিত রবি শঙ্কর কোন ঘরানার শিল্পী? ইত্যাদি।
কে কোন ঘরানার সাথে যুক্ত
ঘরানা | সঙ্গীত শিল্পী |
---|---|
গোয়ালিয়র ঘরানা | কৃষ্ণরাও শঙ্কর পন্ডিত বিষ্ণু দিগম্বর পালুস্কার রাজা ভাইয়া পুঁচবালে |
আগ্রা ঘরানা | খাদিম হুসেন খান ফৈয়াজ খান জোহরাবাই ভারথী প্রতাপ ওয়াসিম আহমেদ খান |
মেবাতি ঘরানা | পন্ডিত যশরাজ কালা রামনাথ পন্ডিত অভয়ংকর পন্ডিত অরবিন্দ থাত্তে |
কিরানা ঘরানা | ভীম সেন জোশী সবাই গন্ধর্ব গাঙ্গুবাই হুঙ্গাল প্রভা আত্রে সুরেশ বাবু মানে হীরাবাই সুমিত্রা গুহ বেগম আখতার |
আত্রৌলি ঘরানা | মল্লিকার্জুন মনসুর কিশোরী আমনকার রঘুনন্দন পানশিকার অশ্বিনী ভিরে দেশপান্ডে সঞ্জয় দীক্ষিত শ্রুতি সদলিকার |
সহস্বান ঘরানা | নিসার হুসেন খান রসিদ খান মুস্তাক হুসেন |
ভেন্ডিবাজার ঘরানা | আমন আলী খান অঞ্জনীবাই মালপেকার আমির খান |
বেনারস ঘরানা | রজন মিশ্র সজন মিশ্র গিরিজা দেবী |
দিল্লি ঘরানা | চাঁদ খান নাসির আহমেদ খান উসমান খান কৃষ্ণ বিস্ত |
শ্যাম চৌরাসিয়া ঘরানা | সালামত আলী নাজাকাত আলী খান |
পাতিয়ালা ঘরানা | বরে গুলাম আলী খান অজয় চক্রবর্তী রাজা আলী খান বসন্তরাও দেশপান্ডে প্রসুন ব্যানার্জি |
কাব্বাল বাচ্চ কা ঘরানা | আমির খসরু |
মৈহর ঘরানা | পন্ডিত রবি শঙ্কর |
ঘরানার সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: সঙ্গীত শিল্পী ও তার ঘরানা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 140 KB
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link