14th June 2023 Current Affairs in Bengali
![]() |
June 2023 Current Affairs in Bengali |
14th June Current Affairs in Bengali
1.বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কবে?
১৪ই জুন
১৫ই জুন
১৬ই জুন
১৭ই জুন
উত্তর:: ১৪ই জুন
এবছরের থিম হলো-“Give blood, give plasma, share life, share often.”
2.উত্তরাখণ্ডের চৌবাটিয়ায় কোন দেশের সাথে “Ekuverin” মানে মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত?
মালদ্বীপ
ইন্দোনেশিয়া
মালেশিয়া
ভিয়েতনাম
উত্তর:: মালদ্বীপ
3.কোন দেশের ‘When Climate Change Turns Violent’ মুভিটি WHO Award জিতলো?
ব্রিটেন
চীন
সুইডেন
ভারত
উত্তর:: ভারত
4.BSF-এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?
অরুণ লাল
সমীর কুমার
নিতিন আগার্বাল
সুজন সামন্ত
উত্তর:: নিতিন আগার্বাল
হেড কোয়ার্টার- নিউ দিল্লি
প্রতিষ্ঠা সাল- ১৯৬৫ সালের ১লা ডিসেম্বর
5.রাজ্যের পদ্ম পুরস্কার প্রাপকদের প্রতি মাসে ১০,০০০ টাকা করে পেনশন দেবে কে?
পশ্চিমবঙ্গ
কর্ণাটক
হরিয়ানা
কেরালা
উত্তর:: হরিয়ানা
6.উইন্ড পাওয়ার ক্যাপাসিটি ইনস্টল করার ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করলো কোন রাজ্য?
তামিলনাড়ু
গুজরাট
গোয়া
অন্ধ্রপ্রদেশ
উত্তর:: গুজরাট
দ্বিতীয় স্থানে তামিলনাড়ু
7.World Cup Squash Championship 2023 শুরু হলো কোথায়?
চেন্নাই
ভোপাল
নিউ দিল্লি
বেঙ্গালুরু
উত্তর:: চেন্নাই
8.Epson India কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
কিয়ারা আদভানি
রণবীর সিং
বিরাট কোহলি
রাশমিকা মান্দানা
উত্তর:: রাশমিকা মান্দানা
9.২০২৩ মে মাসে পুরুষ বিভাগে ICC Player of the Month হলেন কোন দেশের ক্রিকেটার Harry Tector?
নিউজিল্যান্ড
আয়ারল্যান্ড
অস্ট্রেলিয়া
ইংল্যান্ড
উত্তর:: আয়ারল্যান্ড
10.২০২৩ মে মাসে মহিলা বিভাগে ICC Player of the Month হলেন কোন দেশের ক্রিকেটার Thipatcha Putthawong?
নেদারল্যান্ড
সাউথ আফ্রিকা
থাইল্যান্ড
পাকিস্তান
উত্তর:: থাইল্যান্ড
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link