Breaking







Friday, February 9, 2024

ভারতের বিভিন্ন নদীর ডাকনাম তালিকা PDF || Nicknames of Rivers in India

বিভিন্ন নদীর ডাকনাম তালিকা PDF

ভারতের বিভিন্ন নদীর ডাকনাম তালিকা PDF
বিভিন্ন নদীর ডাকনাম
নমস্কার বন্ধুরা,
আজ ভারতের বিভিন্ন নদীর ডাকনাম তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে উল্লেখযোগ্য কিছু নদ নদীর উপাধি বা উপনাম দেওয়া রয়েছে। ভূগোল ও জিকের অংশ হিসাবে প্রায় প্রতিটা চাকরির পরীক্ষাতেএখান থেকে প্রশ্ন আসে। যেমন:- বাংলার দুঃখ বলা হয় কাকে? বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত কোন নদী? ইত্যাদি।

বিভিন্ন নদীর ডাকনাম

ডাকনাম নদ/নদী
বাংলার দুঃখ দামোদর
ত্রাসের নদী তিস্তা
বিহারের দুঃখ কোশী
ওড়িশার দুঃখ মহানদী
আসামের জীবনরেখা ব্রহ্মপুত্র
অন্ধ্রপ্রদেশের জীবনরেখা গোদাবরী
মধ্যপ্রদেশের জীবনরেখা নর্মদা
কেরালার জীবনরেখা পেরিয়ার
গোয়ার জীবনরেখা মান্ডবী
সিকিমের জীবনরেখা তিস্তা
দক্ষিন ভারতের জীবনরেখা কাবেরী
হিমাচলপ্রদেশের জীবনরেখা বিপাশা নদী
বৃদ্ধ গঙ্গা গোদাবরী
দক্ষিণা গঙ্গা গোদাবরী
লবনাবতী (Salt River) লুনি
লোহিত নদী ব্রহ্মপুত্র
সূর্যের কন্যা যমুনা
মৃত নদী ঘগ্গর
স্বচ্ছ নদী উমঙ্গট
সিন্ধু ইনদাস রিভার
অর্ধ গঙ্গা কাবেরী

সমস্ত নদীর ডাকনাম গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: বিভিন্ন নদীর ডাকনাম
File Format: PDF
No. of Pages: 2
File Size: 117

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link