আজ ভারতের বিভিন্ন নদীর ডাকনাম তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে উল্লেখযোগ্য কিছু নদ নদীর উপাধি বা উপনাম দেওয়া রয়েছে। ভূগোল ও জিকের অংশ হিসাবে প্রায় প্রতিটা চাকরির পরীক্ষাতেএখান থেকে প্রশ্ন আসে। যেমন:- বাংলার দুঃখ বলা হয় কাকে? বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত কোন নদী? ইত্যাদি।
File Details::
File Name: বিভিন্ন নদীর ডাকনাম
File Format: PDF
No. of Pages: 2
File Size: 117
Click Here to Download
বিভিন্ন নদীর ডাকনাম
ডাকনাম | নদ/নদী |
---|---|
বাংলার দুঃখ | দামোদর |
ত্রাসের নদী | তিস্তা |
বিহারের দুঃখ | কোশী |
ওড়িশার দুঃখ | মহানদী |
আসামের জীবনরেখা | ব্রহ্মপুত্র |
অন্ধ্রপ্রদেশের জীবনরেখা | গোদাবরী |
মধ্যপ্রদেশের জীবনরেখা | নর্মদা |
কেরালার জীবনরেখা | পেরিয়ার |
গোয়ার জীবনরেখা | মান্ডবী |
সিকিমের জীবনরেখা | তিস্তা |
দক্ষিন ভারতের জীবনরেখা | কাবেরী |
হিমাচলপ্রদেশের জীবনরেখা | বিপাশা নদী |
বৃদ্ধ গঙ্গা | গোদাবরী |
দক্ষিণা গঙ্গা | গোদাবরী |
লবনাবতী (Salt River) | লুনি |
লোহিত নদী | ব্রহ্মপুত্র |
সূর্যের কন্যা | যমুনা |
মৃত নদী | ঘগ্গর |
স্বচ্ছ নদী | উমঙ্গট |
সিন্ধু | ইনদাস রিভার |
অর্ধ গঙ্গা | কাবেরী |
সমস্ত নদীর ডাকনাম গুলি পিডিএফে রয়েছে
File Details::
File Name: বিভিন্ন নদীর ডাকনাম
File Format: PDF
No. of Pages: 2
File Size: 117
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link