গভর্নর, গভর্নর জেনারেল ও ভাইসরয়ের নাম ও কার্যকাল PDF
 |
গভর্নর ও গভর্নর জেনারেল |
নমস্কার বন্ধুরা,
আজ
গভর্নর, গভর্নর জেনারেল তালিকা PDFটি আপনাদের দেবো, যেটিতে ভারতের ইতিহাসে উক্ত পদ গুলিতে থাকা ব্যক্তির নাম ও সময়কাল উল্লেখ করা হয়েছে। ভারত ও বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে প্রায়ই। যেমন:-
স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? বাংলার শেষ গভর্নর কে ছিলেন? ইত্যাদি।
বাংলার গভর্নর তালিকা
বাংলার গভর্নর |
কার্যকাল |
রবার্ট ক্লাইভ |
১৭৫৭-৬০ |
হেনরি ভ্যান্সিটার্ট |
১৭৬০-৬৫ |
রবার্ট ক্লাইভ |
১৭৬৫-৬৭ |
ভেরেলস্ট |
১৭৬৭-৬৯ |
জন কার্টিয়ের |
১৭৬৯-৭২ |
ওয়ারেন হেস্টিংস |
১৭৭২-৭৪ |
বাংলার গভর্নর জেনারেল তালিকা
বাংলার গভর্নর জেনারেল |
কার্যকাল |
ওয়ারেন হেস্টিংস |
১৭৭২-৮৫ |
স্যার জন ম্যাকপরসন |
১৭৮৫-৮৬ |
লর্ড কর্ণওয়ালিশ |
১৭৮৬-৯৩ |
স্যার জন শোরে |
১৭৯৩-৯৮ |
স্যার অ্যালুর্ত ক্লার্ক |
১৭৯৮ |
লর্ড ওয়েলেসলি |
১৭৯৮-১৮০৫ |
লর্ড কর্ণওয়ালিশ |
১৮০৫ |
স্যার জর্জ বার্লো |
১৮০৫-০৭ |
লর্ড মিন্টো |
১৮০৭-১৩ |
লর্ড হেস্টিংস |
১৮১৩-২৩ |
জন অ্যাডাম |
১৮২৩ |
লর্ড আমহার্স্ট |
১৮২৩-২৮ |
উইলিয়াম বইলি |
১৮২৮ |
ভারতের গভর্নর জেনারেল
ভারতের গভর্নর জেনারেল |
কার্যকাল |
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক |
১৮২৮-৩৫ |
স্যার চার্লস মেটকাফে |
১৮৩৫-৩৬ |
লর্ড অকল্যান্ড |
১৮৩৬-৪২ |
লর্ড এলেনবোরো |
১৮৪২-৪৪ |
উইলিয়াম উইলবার ফোর্স বার্ড |
১৮৪৪ |
লর্ড হার্ডিঞ্জ |
১৮৪৪-৪৮ |
লর্ড ডালহৌসি |
১৮৪৮-৫৬ |
লর্ড ক্যানিং |
১৮৫৬-৫৮ |
স্বাধীন ভারতের গভর্নর জেনারেল
স্বাধীন ভারতের গভর্নর জেনারেল |
কার্যকাল |
লর্ড মাউন্টব্যাটেন |
১৯৪৭-৪৮ |
চক্রবর্তী রাজাগোপালাচারী |
১৯৪৮-৫০ |
সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: গভর্নর, গভর্নর জেনারেল
File Format: PDF
No. of Pages: 3
File Size: 125 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link