27th March 2023 Current Affairs in Bengali
![]() |
March 2023 Current Affairs in Bengali |
27th March Current Affairs in Bengali
1.বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় কবে?ⓐ ২৭শে মার্চ
ⓑ ২৮শে মার্চ
ⓒ ২৯শে মার্চ
ⓓ ৩০শে মার্চ
2.‘Best Entrepreneur of the Next Generation’ অ্যাওয়ার্ড জিতলেন কে?
ⓐ ঈশা আম্বানি
ⓑ আকাশ আম্বানি
ⓒ অসনীর গ্রোভার
ⓓ শীতল শর্মা
3.New Development Bank (NDB)-এর নতুন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি Dilma Vana Rousseff?
ⓐ মেক্সিকো
ⓑ সিঙ্গাপুর
ⓒ সুইডেন
ⓓ ব্রাজিল
4.২০২১-২২ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ হলো কোনটি?
ⓐ নরওয়ে
ⓑ ভারত
ⓒ চীন
ⓓ জাপান
5.IndiaCast-এর চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হলেন কে?
ⓐ পীযুষ গোয়েল
ⓑ লক্ষ্মণ নরসিংহ
ⓒ ললিত কুমার গুপ্ত
ⓓ অধীর শর্মা
6.অনলাইন জুয়ার বিরুদ্ধে পুনরায় বিল গৃহীত হলো কোন রাজ্যের বিধানসভায়?
ⓐ কেরালা
ⓑ তামিলনাড়ু
ⓒ কর্ণাটক
ⓓ মহারাষ্ট্র
7.কাদের জন্য DigiClaim প্ল্যাটফর্ম লঞ্চ করলো কেন্দ্র?
ⓐ কৃষক
ⓑ মৎস্যজীবী
ⓒ দুগ্ধ চাষী
ⓓ রেশম চাষী
8.হলদ্বানী শহরে স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি করবে কোন রাজ্য সরকার?
ⓐ মধ্যপ্রদেশ
ⓑ গুজরাট
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ উত্তরাখণ্ড
9.কোন রাজ্যের ১৮তম বন্যপ্রাণী অভয়ারণ্য হলো Thanthai Periyar Wildlife Sanctuary?
ⓐ আসাম
ⓑ তামিলনাড়ু
ⓒ অন্ধ্রপ্রদেশ
ⓓ ছত্তিশগড়
10.Asian Hockey Federation (AHF)-এর থেকে "Best Organiser Award" জিতলো কোন দেশ?
ⓐ জাপান
ⓑ আমেরিকা
ⓒ ভারত
ⓓ নেদারল্যান্ডস
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link