ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে চাকরির বিজ্ঞপ্তি ২০২৩
![]() |
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩ |
Bank of India(BOI)-এর পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে. যেখানে ক্রেডিট অফিসার এবং আইটি অফিসার পদে নিয়োগের উল্লেখ আছে। উক্ত পদ গুলিতে আবেদনের জন্য যাবতীয় তথ্য নিম্নে দেওয়া হলো-
ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৩
❏ পদের নাম:: 1) ক্রেডিট অফিসার 2) IT অফিসার
❏ শূন্যপদ::
- ক্রেডিট অফিসার – ৩৫০টি
- IT অফিসার – ১৫০টি
❏ শিক্ষাগত যোগ্যতা::
ক্রেডিট অফিসার পদের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে।
IT অফিসার পদের ক্ষেত্রে Computer Science/ Computer Application/ Information Technology/ Electronics/ Electronics and Telecommunications/ Electronics & Communication/ Electronics & Instrumentation -এ Engineering/ Technology -তে Digree থাকতে হবে
❏ বয়সসীমা:: ১লা ফেব্রুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ২০ থেকে ২৯ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন
❏ মাসিক বেতন:: ৩৬,০০০/- টাকা থেকে ৬৩,৮৪০/- টাকা পর্যন্ত
❏ আবেদন পদ্ধতি:: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে
❏ আবেদন মূল্য:: GEN/OBC/EWS প্রার্থীদের ক্ষেত্রে ৮৫০/- টাকা এবং SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে ১৭৫/- টাকা
❏ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ::
আবেদন প্রক্রিয়া শুরু | ১১ই জানুয়ারি ২০২৩ |
আবেদন প্রক্রিয়া শেষ | ২৫শে ফেব্রুয়ারি ২০২৩ |
❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
অফিসিয়াল নোটিফিকেশন | Download |
আবেদন করুন | Click Here |
Join Telegram Group | Click Now |
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link