4th February 2023 Current Affairs in Bengali
![]() |
February 2023 Current Affairs in Bengali |
4th February Current Affairs in Bengali
1.বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে?ⓐ ৪ঠা ফেব্রুয়ারি
ⓑ ৫ই ফেব্রুয়ারি
ⓒ ৬ই ফেব্রুয়ারি
ⓓ ৭ই ফেব্রুয়ারি
2.সম্প্রতি কোন দেশ তাদের ব্যাঙ্ক নোট থেকে ব্রিটিশ রাজা রানীর ছবি মুছে ফেলার সিদ্ধান্ত নিলো?
ⓐ আমেরিকা
ⓑ শ্রীলঙ্কা
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ জাপান
3.কোন রাজ্যের ইসলাম নগর গ্রামের নাম পরিবর্তন করে রাখা হলো জগদীশপুর?
ⓐ গুজরাট
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ উত্তরাখণ্ড
4.সম্প্রতি প্রয়াত কে.বিশ্বনাথ কোন ভাষার ফিল্ম মেকার ছিলেন?
ⓐ তেলেগু
ⓑ মালায়ালম
ⓒ তামিল
ⓓ কন্নড়
5.সম্প্রতি International Solar Alliance(ISA)-তে কোন দেশকে স্বাগত জানালো ভারত?
ⓐ ইজিপ্ট
ⓑ কানাডা
ⓒ ফ্রান্স
ⓓ কঙ্গো
6.ক্রোয়েশিয়াতে অনুষ্ঠিত Zagreb Open 2023-এ ভারতীয় রেসলার আমান সেহরাবাত কীসের মেডেল জিতলেন?
ⓐ সোনা
ⓑ রূপো
ⓒ ব্রোঞ্জ
ⓓ কোনোটিই নয়
7.Indian National Car Racing Championship 2023 টাইটেল জিতলেন কোন ড্রাইভার?
ⓐ অর্জুন বালু
ⓑ বিশ্বাস বিজয়রাজ
ⓒ সাই সঞ্জয়
ⓓ কেউই নন
8.প্রথম National Beach Soccer Championship 2023 জিতলো কোন রাজ্য?
ⓐ মহারাষ্ট্র
ⓑ কেরালা
ⓒ কর্ণাটক
ⓓ তেলেঙ্গানা
9.কোন দেশে ভারতের পরিবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন প্রশান্ত আগ্রাবাল?
ⓐ লাওস
ⓑ ইয়েমেন
ⓒ তিব্বত
ⓓ ইরান
10.ইথানল উৎপাদনের জন্য কোন দেশের সঙ্গে পার্টনারশীপ গড়লো উত্তরপ্রদেশ সরকার?
ⓐ ডেনমার্ক
ⓑ ইজরায়েল
ⓒ চীন
ⓓ দক্ষিণ কোরিয়া
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link