30th January 2023 Current Affairs in Bengali
![]() |
January 2023 Current Affairs in Bengali |
30th January Current Affairs in Bengali
1.15th BRICS Summit 2023 হোস্ট করতে চলেছে কোন দেশ?ⓐ ভারত
ⓑ চীন
ⓒ দক্ষিণ আফ্রিকা
ⓓ ব্রাজিল
2.Scheduled Tribes & Scheduled Tribes Entrepreneurship Fund Scheme চালু হলো কোথায়?
ⓐ তামিলনাড়ু
ⓑ ঝাড়খণ্ড
ⓒ আসাম
ⓓ উড়িষ্যা
3.Australian Open 2023-এ মহিলা বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কোন দেশের টেনিস তারকা Aryna Sabalenka?
ⓐ ডেনমার্ক
ⓑ বেলারুশ
ⓒ জাপান
ⓓ সুইডেন
4.ইংল্যান্ডকে পরাজিত করে Women’s U19 T20 World Cup জিতলো কোন দেশ?
ⓐ নিউজিল্যান্ড
ⓑ আয়ারল্যান্ড
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ ভারত
5.বেলজিয়ামকে পরাজিত করে FIH Men’s Hockey World Cup 2023 জিতলো কোন দেশ?
ⓐ ফ্রান্স
ⓑ জার্মানি
ⓒ নরওয়ে
ⓓ অস্ট্রিয়া
6.সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জল জীবন মিশনের আওতায় কত কোটি গ্রামীণ পরিবারে ট্যাপ ওয়াটার কানেকশন দেওয়া হয়েছে?
ⓐ ১০ কোটি
ⓑ ১২ কোটি
ⓒ ১১ কোটি
ⓓ ১৫ কোটি
7.প্রথম এশিয়ান হিসাবে Oscar 2023-এর জন্য সেরা অভিনেত্রীর নমিনেশন পেলেন কোন দেশের Michelle Yeoh?
ⓐ মালেশিয়া
ⓑ মালদ্বীপ
ⓒ সিঙ্গাপুর
ⓓ শ্রীলঙ্কা
8.৬ দিন ব্যাপী Bharat Parv অনুষ্ঠিত হলো কোথায়?
ⓐ দিল্লি
ⓑ মুম্বাই
ⓒ কলকাতা
ⓓ বেঙ্গালুরু
9.সম্প্রতি প্রয়াত জয় যমুনা কে ছিলেন?
ⓐ লেখিকা
ⓑ ডাক্তার
ⓒ সমাজ কর্মী
ⓓ অভিনেত্রী
10.2023 Australian Open-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে?
ⓐ নোভাক জোকোভিচ
ⓑ রাফায়েল নাদাল
ⓒ স্টেফানস সিসিপাস
ⓓ কেউই নন
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link