27th December 2022 Current Affairs in Bengali
![]() |
December 2022 Current Affairs in Bengali |
27th December Current Affairs in Bengali
1.আন্তর্জাতিক মহামারী প্রস্তুতি দিবস পালন করা হয় কবে?ⓐ ২৭শে ডিসেম্বর
ⓑ ২৮শে ডিসেম্বর
ⓒ ২৯শে ডিসেম্বর
ⓓ ৩০শে ডিসেম্বর
2.কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন পুষ্প কমল দাহাল?
ⓐ ভুটান
ⓑ মায়ানমার
ⓒ শ্রীলঙ্কা
ⓓ নেপাল
3.চরম হৃদপিণ্ডের সমস্যার মোকাবিলা করার জন্য কৃত্রিম হৃদপিন্ড তৈরি করলো কে?
ⓐ IIT Hyderabad
ⓑ IIT Kanpur
ⓒ IIT Madras
ⓓ IIT Delhi
4.কোথায় Sports Science Center-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর?
ⓐ কেরালা
ⓑ তামিলনাড়ু
ⓒ কর্ণাটক
ⓓ হরিয়ানা
5.নতুন বর্ষ উদযাপন উপলক্ষ্যে লোসার ফেস্টিভ্যাল শুরু হলো কোথায়?
ⓐ জম্মু-কাশ্মীর
ⓑ লাদাখ
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ গুজরাট
6.SBI Funds Management-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে?
ⓐ শামসের সিং
ⓑ রাজনিস কুমার
ⓒ বীরেন শিকদার
ⓓ অমল সুরল
7.সম্প্রতি কার নামে একটি তারা বা নক্ষত্রের নামকরণ করা হলো?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ আব্দুল কালাম
ⓒ অটল বিহারী বাজপেয়ী
ⓓ সুভাষ চন্দ্র
8.International Badminton Championship জিতলো কোন রাজ্যের ৭ বছর বয়সী গেতো সোরা?
ⓐ অরুণাচল প্রদেশ
ⓑ পাঞ্জাব
ⓒ মেঘালয়
ⓓ নাগাল্যান্ড
9.কোথায় ‘Arnala’ নামে দেশীয়ভাবে তৈরি জাহাজ লঞ্চ করলো ইন্ডিয়ান নেভি?
ⓐ চেন্নাই
ⓑ বিশাপত্তনম
ⓒ বেঙ্গালুরু
ⓓ সুন্দরবন
10.ভারতের প্রথম রাজ্য হিসাবে কারাগার গুলিকে "মানবিকীকরণ" করবে কে?
ⓐ উত্তরপ্রদেশ
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ অরুনাচল প্রদেশ
ⓓ আসাম
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link