30th November 2022 Current Affairs in Bengali
![]() |
November 2022 Current Affairs in Bengali |
30th November Current Affairs in Bengali
1.কোন দেশের সাথে “Harimau Shakti -2022” নামে মিলিটারি অনুশীলন শুরু করলো মালেশিয়া?ⓐ চীন
ⓑ ভারত
ⓒ ইন্দোনেশিয়া
ⓓ থাইল্যান্ড
2.7th Global Technology Summit অনুষ্ঠিত হবে কোথায়?
ⓐ নিউ দিল্লি
ⓑ মুম্বাই
ⓒ নয়ডা
ⓓ পুনে
3.‘Nai Chetna’ নামে জেন্ডার ক্যাম্পেইন লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রক?
ⓐ নারী কল্যাণ
ⓑ শিক্ষা
ⓒ গ্রাম উন্নয়ন
ⓓ পরিবেশ
4.সম্প্রতি ১ ওভারে ৭টি ছক্কা মেরে বিশ্ব রেকর্ড গড়লেন কে?
ⓐ বিরাট কোহলি
ⓑ সূর্য কুমার যাদব
ⓒ রোহিত শর্মা
ⓓ ঋতুরাজ গাইকওয়ার
5.সোলার প্লান্টের জন্য ভারতে প্রথম Green Municipal Bond ইস্যু করতে চলেছে কোন পৌরসভা?
ⓐ ইন্দোর
ⓑ ভোপাল
ⓒ কানপুর
ⓓ ভাদোদরা
6.চাঁদের কক্ষপথে সফলভাবে প্রবেশ করা Orion স্পেসক্রাফট প্রেরণ করেছিল কে?
ⓐ NASA
ⓑ ISRO
ⓒ ESA
ⓓ কেউই নন
7.বিগত ৪০ বছরে প্রথমবার অগ্ন্যুৎপাত হওয়া বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি মৌনা লোয়া কোথায় অবস্থিত?
ⓐ কানাডা
ⓑ ব্রাজিল
ⓒ সুইডেন
ⓓ হাওয়াই দ্বীপ
8.ভারতের বিদেশ সচিব হিসাবে বিনয় মোহন কয়াত্রার কার্যকালের মেয়াদ কত মাস বৃদ্ধি করা হলো?
ⓐ ১৪ মাস
ⓑ ১২ মাস
ⓒ ১৬ মাস
ⓓ ৬ মাস
9.সম্প্রতি মাংকি পক্সের নাম পরিবর্তন করে কী রাখলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)?
ⓐ MoNPox
ⓑ mpox
ⓒ Mupo
ⓓ moNoPox
10.Para Sports Person of Year 2022 অ্যাওয়ার্ড জিতলেন কে?
ⓐ অভনী লেখারা
ⓑ কৃষ্ণ নাগর
ⓒ দীপা মালিক
ⓓ ভাবিনা প্যাটেল
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link