28th November 2022 Current Affairs in Bengali
![]() |
November 2022 Current Affairs in Bengali |
28th November Current Affairs in Bengali
1.দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম শহর হিসাব CDP’s Climate Action List-এ শীর্ষস্থানে রয়েছে কে?ⓐ বেঙ্গালুরু
ⓑ চেন্নাই
ⓒ মুম্বাই
ⓓ কলকাতা
2.ভারতের প্রথম Integrated Rocket Facility কোথায় প্রতিষ্ঠা করা হবে?
ⓐ দিল্লি
ⓑ কর্ণাটক
ⓒ তামিলনাড়ু
ⓓ তেলেঙ্গানা
3.National Dairy Development Board (NDDB)-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
ⓐ মিনেশ শাহ
ⓑ আর.এস. সোধি
ⓒ বিধান কৌর
ⓓ অঞ্জু ঘোষ
4.‘India: The Mother of Democracy’ শিরোনামে বইটি রিলিজ করলেন কে?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ ধর্মেন্দ্র প্রধান
ⓒ নির্মলা সিথারামন
ⓓ সম্রাট ব্যানার্জি
5.পুরুষদের ফিফা ফুটবল বিশ্বকাপে প্রথম মহিলা অফিসিয়াল হলেন কে?
ⓐ স্টেফনি ফ্রাপার্ট
ⓑ লিসা পরিফেটি
ⓒ কৈলিনি গ্রিনি
ⓓ কেউই নন
6.ভারতে প্রথম স্টিকার ভিত্তিক ডেবিট কার্ড লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
ⓐ HDFC Bank
ⓑ Axis Bank
ⓒ IDFC First Bank
ⓓ ICICI Bank
7.ভারতের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি অনুমোদন করলো কোন দেশ?
ⓐ অস্ট্রেলিয়া
ⓑ জাপান
ⓒ যুক্তরাষ্ট্র
ⓓ চীন
8.সম্প্রতি সাঙ্গাই উৎসব শুরু হলো কোন রাজ্যে?
ⓐ তেলেঙ্গানা
ⓑ নাগাল্যান্ড
ⓒ মনিপুর
ⓓ আসাম
9.প্রথম ভারতীয় হিসাবে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত Karate 1 Series A-তে সোনার মেডেল জিতলেন কে?
ⓐ প্রণয় শর্মা
ⓑ সবোরী কার্থিক
ⓒ দীপিকা ধিমান
ⓓ অনিকেত গুপ্ত
10.ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছেন কে?
ⓐ দীপা মালিক
ⓑ পি.টি. ঊষা
ⓒ মনিকা বাত্রা
ⓓ মীরা বাই চানু
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link