1st October 2022 Current Affairs in Bengali
![]() |
October 2022 Current Affairs in Bengali |
1st October Current Affairs in Bengali
1.Global Innovation Index 2022-এ ভারতের স্থান কত?ⓐ ৪৫
ⓑ ৬৭
ⓒ ৪০
ⓓ ১১২
2.UN SDG Action Awards অনুষ্ঠানে ‘Changemaker’ অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয় মহিলাধিকার কর্মী?
ⓐ সুমনা পান্ডে
ⓑ কৃতিকা শর্মা
ⓒ সোনামনি দেশমুখ
ⓓ সৃষ্টি বক্সি
3.Time's 100 Emerging Leaders' List-এ একমাত্র ভারতীয় হিসাবে স্থান পেলেন কে?
ⓐ আকাশ আম্বানী
ⓑ শচীন বানসাল
ⓒ অনুপম মিত্তাল
ⓓ অশনীর গ্রোভার
4.বিশ্বের বৃহত্তম Jungle Safari Park তৈরি করবে কোন রাজ্য?
ⓐ গুজরাট
ⓑ হরিয়ানা
ⓒ রাজস্থান
ⓓ পাঞ্জাব
5.ড্রাগ পাচার নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য অপারেশন ‘GARUDA’ লঞ্চ করলো কে?
ⓐ RPF
ⓑ ED
ⓒ CBI
ⓓ CISF
6.২০২১ সালে বিদেশী পর্যটকদের জন্য শীর্ষ গন্তব্য ছিল কোন রাজ্য?
ⓐ মহারাষ্ট্র
ⓑ তামিলনাড়ু
ⓒ উভয়
ⓓ কোনোটিই নয়
7.সম্প্রতি কোন রাজ্যের বান্ধবগড় জঙ্গলে ২০টি বৌদ্ধ গুহা খুঁজে পেল Archaeological Survey of India (ASI)?
ⓐ ছত্তিশগড়
ⓑ রাজস্থান
ⓒ ঝাড়খন্ড
ⓓ মধ্যপ্রদেশ
8.সম্প্রতি কোন রাজ্যের দুয়ারে রেশন প্রকল্প অবৈধ এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী হিসাবে ঘোষিত হলো?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ দিল্লি
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ ত্রিপুরা
9.36th National Games-এ উত্তরপ্রদেশের পতাকা বহনকারী হলেন কে?
ⓐ নিরাজ চোপড়া
ⓑ সাক্ষী মালিক
ⓒ অন্নু রাণী
ⓓ কেউই নন
10.ভারতের প্রথম Electric Hatchback Car লঞ্চ করলো কোন কোম্পানী?
ⓐ Tata Motors
ⓑ Mahindra
ⓒ Ola
ⓓ Bajaj Auto
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link