আজ কে কোন রাজ্যের ক্রিকেটার তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে ভারতের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়দের নাম ও রাজ্য দেওয়া হয়েছে বাংলায়। খেলাধুলা সংক্রান্ত জিকের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসতেই পারে। যেমন:- মহেন্দ্র সিং ধোনি কোন রাজ্যের বাসিন্দা? বিরাট কোহলি কোন রাজ্যের বাসিন্দা? ইত্যাদি।
কে কোন রাজ্যের ক্রিকেটার
| ক্রিকেটার | রাজ্য |
|---|---|
| সৌরভ গাঙ্গুলি | পশ্চিমবঙ্গ |
| মহেন্দ্র সিং ধোনী | ঝাড়খন্ড |
| শচীন টেন্ডুলকার | মহারাষ্ট্র |
| বিরাট কোহলি | দিল্লি |
| রোহিত শর্মা | মহারাষ্ট্র |
| কপিল দেব | চন্ডিগড় |
| সুনীল গাভাস্কার | মহারাষ্ট্র |
| যুবরাজ সিং | চন্ডিগড় |
| বীরেন্দ্র সেবাগ | দিল্লি |
| রাহুল দ্রাবিড় | কর্নাটক |
| অনিল কুম্বলে | কর্নাটক |
| হরভজন সিং | পাঞ্জাব |
| গৌতম গম্ভীর | দিল্লি |
| হার্দিক পান্ডিয়া | গুজরাট |
| আজিংকা রাহানে | মহারাষ্ট্র |
| জাসপ্রীত বুমরা | গুজরাট |
| ইশান্ত শর্মা | দিল্লি |
| সুরেশ রায়না | উত্তরপ্রদেশ |
| কে.এল. রাহুল | কর্নাটক |
| ভুবনেশ্বর কুমার | উত্তরপ্রদেশ |
| মোহাম্মদ শামি | উত্তরপ্রদেশ |
| জাহির খান | মহারাষ্ট্র |
| ইরফান পাঠান | গুজরাট |
| শিখর ধাওয়ান | দিল্লি |
| রবিচন্দ্রন অশ্বিন | তামিলনাড়ু |
| রবীন্দ্র জাদেজা | গুজরাট |
| দীনেশ কার্থিক | তামিলনাড়ু |
| ঋষভ পান্ত | উত্তরাখণ্ড |
| সঞ্জু স্যামসন | কেরালা |
| নভজত সিং সিধু | পাঞ্জাব |
| ভি.ভি.এস. লক্ষ্মণ | তেলেঙ্গানা |
| মোহাম্মদ আজাহারুদ্দিন | তেলেঙ্গানা |
| রবি শাস্ত্রী | মহারাষ্ট্র |
| কৃষ্ণমাচারী শ্রীকান্ত | তামিলনাড়ু |
| মহিন্দার অমরনাথ | পাঞ্জাব |
| চেতেশ্বর পুজারা | গুজরাট |
| মহম্মদ কাইফ | উত্তরপ্রদেশ |
| শ্রেয়াস আইয়ার | মহারাষ্ট্র |
| মিথালি রাজ | রাজস্থান |
| স্মৃতি মন্ধনা | মহারাষ্ট্র |
| ঝুলন গোস্বামী | পশ্চিমবঙ্গ |
| শেফালী বর্মা | হরিয়ানা |
| হারমানপ্রীত কৌর | পাঞ্জাব |
ক্রিকেটারদের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: কোন ক্রিকেটার কোন রাজ্যের খেলোয়াড়
File Format: PDF
No. of Pages: 3
File Size: 172 KB
Click Here to Download

No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link