8th September 2022 Current Affairs in Bengali
![]() |
September 2022 Current Affairs in Bengali |
8th September Current Affairs in Bengali
1.আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয় কবে?ⓐ ৮ই সেপ্টেম্বর
ⓑ ৯ই সেপ্টেম্বর
ⓒ ১০ই সেপ্টেম্বর
ⓓ ১১ই সেপ্টেম্বর
2.বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে কোন রাজ্যকে ৩৫০০ কোটি টাকা জরিমানা করলো National Green Tribunal(NGT)?
ⓐ আসাম
ⓑ ত্রিপুরা
ⓒ উড়িষ্যা
ⓓ পশ্চিমবঙ্গ
3.Mahanagar Gas Limited(MGL)-এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?
ⓐ সুরেশ শাহ
ⓑ মহেশ বিশ্বনাথন আইয়ার
ⓒ কৃপেশ পাল
ⓓ বরুণ ভট্ট
4.নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, Poshan Abhiyaan Scheme বাস্তবায়নে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য?
ⓐ গুজরাট
ⓑ অন্ধ্রপ্রদেশ
ⓒ মহারাষ্ট্র
ⓓ উত্তরপ্রদেশ
5.2022 Japan Open Badminton Tournament-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে?
ⓐ Kento Momota
ⓑ Viktor Axelsen
ⓒ Yamaguchi Akane
ⓓ Nishimoto Kenta
6.সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন এম. ডরাইস্বামী?
ⓐ মাদ্রাজ হাইকোর্ট
ⓑ কলকাতা হাইকোর্ট
ⓒ দিল্লি হাইকোর্ট
ⓓ গৌহাটি হাইকোর্ট
7.কোন দেশের হোম সেক্রেটারী পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত সুয়েল্লা ব্রেভারম্যান?
ⓐ আমেরিকা
ⓑ যুক্তরাজ্য(UK)
ⓒ ফ্রান্স
ⓓ কানাডা
8.রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য ‘Rainbow Savings Account’ লঞ্চ করলো কোন ব্যাঙ্ক?
ⓐ Kotak Mahindra Bank
ⓑ Bank of India
ⓒ ESAF Small Finance Bank
ⓓ State Bank of India
9.মহিলা শিক্ষার্থীদের জন্য ‘Pudhumai Penn’ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ তামিলনাড়ু
ⓑ কেরালা
ⓒ কর্ণাটক
ⓓ তেলেঙ্গানা
10.Malaysian Chess Meet-এ ভারতের ৬ বছর বয়সী অনিস্কা বিয়ানি কিসের মেডেল জিতলো?
ⓐ রূপো
ⓑ সোনা
ⓒ ব্রোঞ্জ
ⓓ কোনোটিই নয়
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link