6th September 2022 Current Affairs in Bengali
![]() |
September 2022 Current Affairs in Bengali |
6th September Current Affairs in Bengali
1.সম্প্রতি Liz Truss কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন?ⓐ যুক্তরাষ্ট্র (US)
ⓑ যুক্তরাজ্য (UK)
ⓒ নরওয়ে
ⓓ ফিনল্যান্ড
2.36th National Games-এর ম্যাসকট হিসাবে ঘোষিত হলো কোনটি?
ⓐ Savaj
ⓑ Dhakad
ⓒ Shera
ⓓ Orion
3.C&W Reports অনুযায়ী, Top Technology Hub তালিকায় বেঙ্গালুরু স্থান কত?
ⓐ প্রথম
ⓑ দ্বিতীয়
ⓒ তৃতীয়
ⓓ চতুর্থ
4.উত্তরপ্রদেশের প্রথম কোন গ্রামের প্রতিটি পরিবারে RO Water সরবরাহ পরিষেবা রয়েছে?
ⓐ মেজা
ⓑ ফুলপুর
ⓒ ভারতৌল
ⓓ সদর
5.Shipping Corporation of India Ltd (SCI)-এর নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
ⓐ অমরেশ পণ্ডিত
ⓑ জগদীশ পান্ডা
ⓒ সন্ময় বন্দ্যোপাধ্যায়
ⓓ বিনেশ কুমার ত্যাগী
6.“Our Great National Parks” শিরোনামে ডকুমেন্টারিতে বক্তব্য রাখার জন্য Emmy Award পেলেন কে?
ⓐ বারাক ওবামা
ⓑ জো বাইডেন
ⓒ ভ্লাদিমির পুতিন
ⓓ বিল গেটস
7.প্রথমবার Mountain Bicycle World Cup হোস্ট করবে লাদাখের কোন শহর?
ⓐ কার্গিল
ⓑ লে
ⓒ খালসি
ⓓ দ্রাস
8.‘Divorce and Democracy: A History of Personal Law in Post-Independence India’ শিরোনামে বই লিখলেন কে?
ⓐ অরুন্ধতী রায়
ⓑ অনুরাধা রায়
ⓒ সৌম্য সাক্সেনা
ⓓ চেতন ভগত
9.সম্প্রতি প্রয়াত সাইরাস পাল্লোনজি মিস্ত্রি কোন কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন?
ⓐ Bajaj
ⓑ Aditya Birla
ⓒ Adani Group
ⓓ Tata Sons
10.ভারতের প্রথম “Night Sky Sanctuary তৈরি করা হবে কোথায়?
ⓐ লাদাখ
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ উত্তরাখণ্ড
ⓓ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link