27th September 2022 Current Affairs in Bengali
![]() |
September 2022 Current Affairs in Bengali |
27th September Current Affairs in Bengali
1.World Tourism Day পালন করা হয় কবে?ⓐ ২৭শে সেপ্টেম্বর
ⓑ ২৮শে সেপ্টেম্বর
ⓒ ২৯শে সেপ্টেম্বর
ⓓ ৩০শে সেপ্টেম্বর
2.RailTel কোম্পানির নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
ⓐ অজয় কুমার
ⓑ সঞ্জয় কুমার
ⓒ নীতিশ কুমার
ⓓ বিপ্লব কুমার
3.National Payments Corporation of India(NPCI)-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে পুনরায় ৫ বছরের জন্য নিযুক্ত হলেন কে?
ⓐ বিজয় আনন্দ
ⓑ অশনীর গ্রোভার
ⓒ দিলীপ আসবে
ⓓ মুঞ্জিল পাওয়ার
4.সম্প্রতি Gabriel V Anti-Ship Missile-এর সফল পরীক্ষা করলো কোন দেশ?
ⓐ জাপান
ⓑ রাশিয়া
ⓒ দক্ষিণ কোরিয়া
ⓓ ইজরায়েল
5.কেন্দ্র সরকারের "Make in India" প্রোগ্রামটি কত বছর সম্পূর্ণ করলো?
ⓐ ৮ বছর
ⓑ ৭ বছর
ⓒ ৫ বছর
ⓓ ৬ বছর
6.সম্প্রতি কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন বন্দারু উইলসনবাবু?
ⓐ ইয়েমেন
ⓑ মাদাগাস্কার
ⓒ কেনিয়া
ⓓ আজেরবাইজান
7.Queen Elizabeth II Woman of the Year Award পেলেন কে?
ⓐ অনিশা প্যাটেল
ⓑ কিরন মজুমদার সাউ
ⓒ সুয়েল্লা ব্রেভারম্যান
ⓓ খুশি প্যাটেল
8.Bharat Vidya নামে ই-লার্নিং প্ল্যাটফর্ম লঞ্চ করলেন কে?
ⓐ নরেন্দ্র মোদী
ⓑ অমিত শাহ
ⓒ অনুরাগ ঠাকুর
ⓓ নির্মলা সিথারামন
9.চন্ডিগড় এয়ারপোর্টের নাম পরিবর্তন করে কোন স্বাধীনতা সংগ্রামীর নামে রাখা হবে?
ⓐ ভগৎ সিং
ⓑ ঋষি অরবিন্দ
ⓒ গান্ধীজি
ⓓ সুভাষ চন্দ্র বসু
10.টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ড গড়লেন কে?
ⓐ বিরাট কোহলি
ⓑ রোহিত শর্মা
ⓒ মার্টিন গাপটিল
ⓓ ইওন মরগ্যান
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link