21st September 2022 Current Affairs in Bengali
![]() |
September 2022 Current Affairs in Bengali |
21st September Current Affairs in Bengali
1.আন্তর্জাতিক শান্তি দিবস পালন করা হয় কবে?ⓐ ২১শে সেপ্টেম্বর
ⓑ ২২শে সেপ্টেম্বর
ⓒ ২৩শে সেপ্টেম্বর
ⓓ ২৪শে সেপ্টেম্বর
2.কোন রাজ্যের দৌলতাবাদ দুর্গের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে "দেবগিরি" ফোর্ট?
ⓐ রাজস্থান
ⓑ মহারাষ্ট্র
ⓒ তামিলনাড়ু
ⓓ উত্তরপ্রদেশ
3.ভারতের প্রথম ১০০ শতাংশ Precaution Dose বা বুস্টার ডোজ প্রদানকারী রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল কোনটি?
ⓐ কেরালা
ⓑ নাগাল্যান্ড
ⓒ আন্দামান ও নিকোবর
ⓓ জম্মু-কাশ্মীর
4.‘CM Da Haisi’ নামে ওয়েব পোর্টাল লঞ্চ করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী?
ⓐ অরুনাচলপ্রদেশ
ⓑ মেঘালয়
ⓒ মিজোরাম
ⓓ মনিপুর
5.সম্প্রতি কোন দেশের রাজধানীর নাম পুনরায় "নুর সুলতান" থেকে "আস্তানা"-তে আনা হচ্ছে?
ⓐ কাজাখস্তান
ⓑ আফগানিস্তান
ⓒ তুর্কি
ⓓ ইরান
6.কোন দেশের সাথে ‘Abhyas-01/22’ নামে যৌথ অনুশীলন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান কোস্ট গার্ড?
ⓐ রাশিয়া
ⓑ আমেরিকা
ⓒ চীন
ⓓ ইজরায়েল
7.সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী রুবেল হোসেন কোন দেশের খেলোয়াড়?
ⓐ পাকিস্তান
ⓑ আফগানিস্তান
ⓒ বাংলাদেশ
ⓓ নিউজিল্যান্ড
8.প্রতিরক্ষা মন্ত্রকের Ex-Servicemen Welfare Department-এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে?
ⓐ পবন সিং যাদব
ⓑ বিপিন রাঠোর
ⓒ কল্যাণ শর্মা
ⓓ বিজয় কুমার সিং
9.সরকারি ক্ষেত্রে রাজ্যের তফসিলি উপজাতির(ST) সংরক্ষণ ৬% থেকে বাড়িয়ে ১০% করলো কে?
ⓐ তেলেঙ্গানা
ⓑ মধ্যপ্রদেশ
ⓒ আসাম
ⓓ ছত্তিশগড়
10.World Water Congress and Exhibition হোস্ট করলো কোন দেশ?
ⓐ মেক্সিকো
ⓑ ডেনমার্ক
ⓒ সুইজারল্যান্ড
ⓓ সুইডেন
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link