Breaking







Thursday, August 25, 2022

বাংলাদেশের পাহাড় পর্বত তালিকা PDF || Hills & Mountains in Bangladesh

বাংলাদেশের পাহাড় পর্বত তালিকা PDF

বাংলাদেশের পাহাড় পর্বত তালিকা PDF
বাংলাদেশের পাহাড় পর্বত
Hello Aspirants,
আজ বাংলাদেশের পাহাড় পর্বত তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে সমস্ত পাহাড় ও পর্বতের নামের পাশাপাশি অবস্থান ও বিশেষত্ব উল্লেখ করা হলো। Bangladesh GK-এর অন্যতম একটি অংশ হিসাবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন:- বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? বাংলাদেশের দার্জিলিং নামে পরিচিত কোন পাহাড়? ইত্যাদি।

বাংলাদেশের পাহাড় পর্বত

বিজয়/তাজিংডং
অবস্থান: বান্দরবন
বিশেষত্ব: এটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা ১২৮০ মিটার

কেওক্রাডং
অবস্থান: বান্দরবন
বিশেষত্ব: এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ১২৩০ মিটার

মোদকটং
অবস্থান: বান্দরবন
বিশেষত্ব: এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা ১০৫২ মিটার

সাকা হাফং পর্বতশৃঙ্গ
অবস্থান: বান্দরবন
বিশেষত্ব: সর্বপ্রথম এই শৃঙ্গ জয় করেন ইংরেজ পর্বতারোহী জিং ফুলেন। এই শৃঙ্গটির ওপর নাম সুন্দরচূড়া

চিম্বুক পাহাড়
অবস্থান: বান্দরবন
বিশেষত্ব: এটি কালাপাহাড়, পাহাড়ের রানী এবং বাংলাদেশের দার্জিলিং নামে পরিচিত

শিপ্পি/রামজু পাহাড়
অবস্থান: বান্দরবন
বিশেষত্ব: বম আদিবাসীদের বাসস্থান

আলুটিলা পাহাড়
অবস্থান: খাগড়াছড়ি
বিশেষত্ব: খাগড়াছড়ির সর্বোচ্চ পাহাড়

হিমছড়ি পাহাড়
অবস্থান: কক্সবাজার
বিশেষত্ব: এখানে ঠান্ডা জলের ঝরনা রয়েছে

সীতাকুন্ড পাহাড়
অবস্থান: চট্টগ্রাম
বিশেষত্ব: এখানে গরম জলের ঝরনা রয়েছে

বাটালি পাহাড়
অবস্থান: চট্টগ্রাম
বিশেষত্ব: চট্টগ্রাম শহরের সর্বোচ্চ পাহাড়

সম্পূর্ণ তথ্যটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: বাংলাদেশের পাহাড় ও পর্বত
File Format: PDF
No. of Pages: 1
File Size: 112 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link