7th August 2022 Current Affairs in Bengali
![]() |
August 2022 Current Affairs in Bengali |
7th August Current Affairs in Bengali
1.প্রতিটি জেলায় ১টি করে সংস্কৃত ভাষায় কথা বলা গ্রাম তৈরি করার সিদ্ধান্ত নিলো কোন রাজ্য সরকার?ⓐ উত্তরাখণ্ড
ⓑ হিমাচলপ্রদেশ
ⓒ অরুণাচলপ্রদেশ
ⓓ উত্তরপ্রদেশ
2.ODI ক্রিকেটে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে ৮০০০ রান সম্পূর্ণ করলেন কে?
ⓐ শাকিব আল হাসান
ⓑ তামিম ইকবাল
ⓒ মুশফিকুর রহিম
ⓓ মোহাম্মদ আশরাফুল
3.বাংলাদেশকে ৫-২ গোলে পরাজিত করে SAFF U-20 Championship জিতলো কোন দেশ?
ⓐ শ্রীলঙ্কা
ⓑ থাইল্যান্ড
ⓒ ভারত
ⓓ ভিয়েতনাম
4.প্রথম ভারতীয় হিসাবে World U20 Athletics Championship-এ দুটি পদক জিতলেন কে?
ⓐ নিরাজ চোপড়া
ⓑ অনিসা গৌতম
ⓒ প্রীতম পান্ডে
ⓓ রুপল চৌধুরী
5.চাষীদের ইনকাম দ্বিগুণ করতে Panchamrut Yojana লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ উত্তরপ্রদেশ
ⓑ পাঞ্জাব
ⓒ হরিয়ানা
ⓓ রাজস্থান
6.সম্প্রতি UNESCO's Important Endangered Heritage Observatories তালিকায় অন্তর্ভুক্ত হওয়া Langat Singh College-এর Astronomical Observatory কোন রাজ্যে অবস্থিত?
ⓐ ঝাড়খন্ড
ⓑ বিহার
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ নাগাল্যান্ড
7.সম্প্রতি প্রয়াত মিথিলেশ চতুর্বেদী কে ছিলেন?
ⓐ লেখক
ⓑ রাজনীতিবিদ
ⓒ হকি প্লেয়ার
ⓓ অভিনেতা
8.জুলাই মাসে ভারতের তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী দেশ হলো কোনটি?
ⓐ আমেরিকা
ⓑ রাশিয়া
ⓒ সৌদি আরব
ⓓ ইউক্রেন
9.ভারতের প্রথম ডিজিটাল লোক আদালত অনুষ্ঠিত করবে কোন রাজ্য?
ⓐ রাজস্থান ও মহারাষ্ট্র
ⓑ হরিয়ানা
ⓒ কেরালা
ⓓ তামিলনাড়ু
10.উত্তর কাশ্মীরে প্রথমবার Machhal Women's Cricket League-এর আয়োজন করলো কে?
ⓐ ইন্ডিয়ান আর্মি
ⓑ বর্ডার সিকিউরিটি ফোর্স
ⓒ ইন্ডিয়ান এয়ার ফোর্স
ⓓ কেউই নন
Read More::
We are very thankful to you for your such great effort 🙏🙏
ReplyDelete