28th August 2022 Current Affairs in Bengali
![]() |
August 2022 Current Affairs in Bengali |
28th August Current Affairs in Bengali
1.প্রথম ভারতীয় হিসাবে Diamond League-এ কীসের মেডেল জিতলেন নিরাজ চোপড়া?ⓐ রূপো
ⓑ সোনা
ⓒ ব্রোঞ্জ
ⓓ কোনোটিই নয়
2.UEFA Player of the Year Award জিতলেন কোন ফুটবলার?
ⓐ Karim Benzema
ⓑ Leonel Messi
ⓒ Christiano Ronaldo
ⓓ কোনোটিই নয়
3.জাতি সংঘের রিপোর্ট অনুযায়ী, বিশ্বে সবথেকে কম প্রজনন হার কোন দেশে?
ⓐ জাপান
ⓑ উত্তর কোরিয়া
ⓒ দক্ষিণ কোরিয়া
ⓓ অস্ট্রেলিয়া
4.সম্প্রতি ভারতের কোন রাজ্যের দ্বিতীয় রেলওয়ে স্টেশন হিসাবে উদ্বোধন করা হলো Dhansari Shokhuvi Railway Station?
ⓐ মনিপুর
ⓑ সিকিম
ⓒ অরুনাচল প্রদেশ
ⓓ নাগাল্যান্ড
5.কনিষ্ঠতম ব্যক্তি হিসাবে ছোটো প্লেনের সাহায্যে সারা বিশ্ব একা ঘুরলেন কে?
ⓐ Mac Rutherford
ⓑ George Wood
ⓒ Antonio Plassy
ⓓ Lindeman Brown
6.নীতি আয়োগের দ্বারা ভারতের Best Aspirational District হিসাবে ঘোষিত হলো কোনটি?
ⓐ চাম্বা
ⓑ হরিদ্বার
ⓒ গোরখপুর
ⓓ আগ্রা
7.সম্প্রতি Asia Cup 2022 শুরু হলো কোথায়?
ⓐ দিল্লি
ⓑ ওয়েলিংটন
ⓒ দুবাই
ⓓ আবু ধাবি
8.বাড়ি বাড়ি গিয়ে কোন রোগ শনাক্ত করতে ‘Aashwasan’ ক্যাম্পেইন চালু করবে কেন্দ্র?
ⓐ পোলিও
ⓑ করোনা
ⓒ হেপাটাইটিস
ⓓ যক্ষ্মা
9.সম্প্রতি পরীক্ষা করা ৩.৫ কিমি লম্বা মালগাড়িটির নাম কী?
ⓐ সুপার বাসুকি
ⓑ অমৃত গাড়ি
ⓒ সীমান্ত রেল
ⓓ কোনোটিই নয়
10.Global Leader Approval Rating 2022-এ শীর্ষস্থানে রয়েছেন কে?
ⓐ ভ্লাদিমির পুতিন
ⓑ নরেন্দ্র মোদী
ⓒ জো বাইডেন
ⓓ বরিস জনসন
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link