আজ স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDFটি দিচ্ছি, যেটিতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি সম্পর্কিত যাবতীয় প্রশ্ন উত্তর রয়েছে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স-এর অন্তর্ভুক্ত বিষয় হিসাবে Statue of Unity থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। যেমন:- স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত? ইত্যাদি।
স্ট্যাচু অফ ইউনিটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
1.স্ট্যাচু অফ ইউনিটি কোন বিখ্যাত ব্যক্তির মূর্তি?Ans: সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি "লৌহ মানব" নামে পরিচিত
2.স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত?
Ans: গুজরাটের নর্মদা জেলার কেভাদিয়া শহরে
3.স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত?
Ans: নর্মদা
4.কোন দ্বীপে এই মূর্তিটি অবস্থিত?
Ans: সাধু-বেট দ্বীপ
5.স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত?
Ans: ১৮২ মিটার বা ৫৯৭ ফুট
6.মাটি থেকে শীর্ষ পর্যন্ত স্ট্যাচুটির মোট উচ্চতা কত?
Ans: ২৪০ মিটার
7.স্ট্যাচুটির কত মিটার উচ্চতায় ভিউয়িং গ্যালারী অবস্থিত?
Ans: ১৫৩ মিটার
8.ভিউয়িং গ্যালারিতে একসঙ্গে কতজন মানুষ থাকতে পারবে?
Ans: ২০০ জন
9.স্ট্যাচু অফ ইউনিটি নির্মানে কোন কোন ধাতু ব্যবহার করা হয়েছে?
Ans: স্টিল, পিতল ও ব্রোঞ্জ
10.স্ট্যাচু অফ ইউনিটি তৈরিতে প্রধান ডিজাইনার বা আর্কিটেক্ট বা ভাস্কর কে ছিলেন?
Ans: রাম ভি. সুতার
11.স্ট্যাচু অফ ইউনিটি তৈরী করতে মোট কত কোটি টাকা খরচ হয়েছিল?
Ans: প্রায় ৩ হাজার কোটি টাকা
12.স্ট্যাচু অফ ইউনিটির ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়েছিল?
Ans: ২০১৩ সালের ৩১শে অক্টোবর
13.এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন?
Ans: গুজরাটের তদানীন্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী
14.সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তি তৈরির দায়িত্ব পায় কোন কোম্পানি?
Ans: Larsen & Toubro (L&T)
15.স্ট্যাচু অফ ইউনিটি তৈরী করতে মোট কত মাস সময় লেগেছে?
Ans: ৪০ মাস বা প্রায় ৩.৫ বছর
16.মূর্তিটি তৈরিতে দৈনিক কতজন শ্রমিক কাজ করত?
Ans: ৩৪০০ জন
17.এই স্ট্যাচুটি তৈরীতে কতজন ইঞ্জিনিয়ার কাজ করেছেন?
Ans: ২৫০ জন
18.স্ট্যাচু অফ ইউনিটির ভূমিকম্প সহ্য করার ক্ষমতার মাত্রা কত?
Ans: ৬.৫
19.এই মূর্তিটি বাতাসের কত গতি সহ্য করতে পারে?
Ans: ১৮০ কিমি/ঘন্টা
20.স্ট্যাচু অফ ইউনিটির নির্মান কাজ শুরু হয় কোন সালে?
Ans: ২০১৪
21.স্ট্যাচু অফ ইউনিটির নির্মান কাজ শেষ হয় কোন সালে?
Ans: ২০১৮
22.স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধন কবে এবং কে করেন?
Ans: ২০১৮ সালের ৩১শে অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন
23.বল্লভভাই প্যাটেল কত সালে জন্মগ্রহণ করেছিলেন?
Ans: ১৮৭৫ সালের ৩১শে অক্টোবর
24.বল্লভভাই প্যাটেল কত সালে মারা যান?
Ans: ১৯৫০ সালের ১৫ই ডিসেম্বর
25.বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধী দিয়েছিলেন?
Ans: গুজরাটের মহিলারা
26."সর্দার" ব্যতীত আর কোন নামে পরিচিত ছিলেন তিনি?
Ans: ভারতের বিসমার্ক
27.সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী ভারতে কী দিবস হিসাবে পালিত হয়?
Ans: রাষ্ট্রীয় একতা দিবস
স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কিত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে আছে
File Details::
File Name: স্ট্যাচু অফ ইউনিটি জিকে
File Format: PDF
No. of Pages: 2
File Size: 178 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link