Breaking







Wednesday, January 24, 2024

স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF || Statue of Unity Questions Answers

স্ট্যাচু অফ ইউনিটি জিকে প্রশ্ন উত্তর PDF

স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF
স্ট্যাচু অফ ইউনিটি
Hello Aspirants,
আজ স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কিত প্রশ্ন উত্তর PDFটি দিচ্ছি, যেটিতে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি সম্পর্কিত যাবতীয় প্রশ্ন উত্তর রয়েছে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স-এর অন্তর্ভুক্ত বিষয় হিসাবে Statue of Unity থেকে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। যেমন:- স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে অবস্থিত? স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত? ইত্যাদি।

স্ট্যাচু অফ ইউনিটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

1.স্ট্যাচু অফ ইউনিটি কোন বিখ্যাত ব্যক্তির মূর্তি?
Ans: সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি "লৌহ মানব" নামে পরিচিত

2.স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত?
Ans: গুজরাটের নর্মদা জেলার কেভাদিয়া শহরে

3.স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত?
Ans: নর্মদা

4.কোন দ্বীপে এই মূর্তিটি অবস্থিত?
Ans: সাধু-বেট দ্বীপ

5.স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত?
Ans: ১৮২ মিটার বা ৫৯৭ ফুট

6.মাটি থেকে শীর্ষ পর্যন্ত স্ট্যাচুটির মোট উচ্চতা কত?
Ans: ২৪০ মিটার

7.স্ট্যাচুটির কত মিটার উচ্চতায় ভিউয়িং গ্যালারী অবস্থিত?
Ans: ১৫৩ মিটার

8.ভিউয়িং গ্যালারিতে একসঙ্গে কতজন মানুষ থাকতে পারবে?
Ans: ২০০ জন

9.স্ট্যাচু অফ ইউনিটি নির্মানে কোন কোন ধাতু ব্যবহার করা হয়েছে?
Ans: স্টিল, পিতল ও ব্রোঞ্জ

10.স্ট্যাচু অফ ইউনিটি তৈরিতে প্রধান ডিজাইনার বা আর্কিটেক্ট বা ভাস্কর কে ছিলেন?
Ans: রাম ভি. সুতার

11.স্ট্যাচু অফ ইউনিটি তৈরী করতে মোট কত কোটি টাকা খরচ হয়েছিল?
Ans: প্রায় ৩ হাজার কোটি টাকা

12.স্ট্যাচু অফ ইউনিটির ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়েছিল?
Ans: ২০১৩ সালের ৩১শে অক্টোবর

13.এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন?
Ans: গুজরাটের তদানীন্তন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী

14.সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তি তৈরির দায়িত্ব পায় কোন কোম্পানি?
Ans: Larsen & Toubro (L&T)

15.স্ট্যাচু অফ ইউনিটি তৈরী করতে মোট কত মাস সময় লেগেছে?
Ans: ৪০ মাস বা প্রায় ৩.৫ বছর

16.মূর্তিটি তৈরিতে দৈনিক কতজন শ্রমিক কাজ করত?
Ans: ৩৪০০ জন

17.এই স্ট্যাচুটি তৈরীতে কতজন ইঞ্জিনিয়ার কাজ করেছেন?
Ans: ২৫০ জন

18.স্ট্যাচু অফ ইউনিটির ভূমিকম্প সহ্য করার ক্ষমতার মাত্রা কত?
Ans: ৬.৫

19.এই মূর্তিটি বাতাসের কত গতি সহ্য করতে পারে?
Ans: ১৮০ কিমি/ঘন্টা

20.স্ট্যাচু অফ ইউনিটির নির্মান কাজ শুরু হয় কোন সালে?
Ans: ২০১৪

21.স্ট্যাচু অফ ইউনিটির নির্মান কাজ শেষ হয় কোন সালে?
Ans: ২০১৮

22.স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধন কবে এবং কে করেন?
Ans: ২০১৮ সালের ৩১শে অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন

23.বল্লভভাই প্যাটেল কত সালে জন্মগ্রহণ করেছিলেন?
Ans: ১৮৭৫ সালের ৩১শে অক্টোবর

24.বল্লভভাই প্যাটেল কত সালে মারা যান?
Ans: ১৯৫০ সালের ১৫ই ডিসেম্বর

25.বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধী দিয়েছিলেন?
Ans: গুজরাটের মহিলারা

26."সর্দার" ব্যতীত আর কোন নামে পরিচিত ছিলেন তিনি?
Ans: ভারতের বিসমার্ক

27.সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী ভারতে কী দিবস হিসাবে পালিত হয়?
Ans: রাষ্ট্রীয় একতা দিবস

স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কিত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে আছে

File Details::
File Name: স্ট্যাচু অফ ইউনিটি জিকে
File Format: PDF
No. of Pages: 2
File Size: 178 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link