আজ বিভিন্ন সমুদ্রস্রোত ও তার প্রকৃতি তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে বিশ্বের উল্লেখযোগ্য সমুদ্র স্রোতের নামের তালিকা দেওয়া হয়েছে। প্রাকৃতিক ভূগোলের অংশ হিসাবে সমুদ্র স্রোত থেকে প্রশ্ন আসতে দেখা যায়। যেমন:- ল্যাব্রাডর স্রোতের প্রকৃতি কেমন? ইত্যাদি।
বিভিন্ন সমুদ্র স্রোত তালিকা
স্রোত | প্রকৃতি |
---|---|
ব্রাজিল স্রোত | উষ্ণ |
ল্যাব্রাডর স্রোত | শীতল |
ফকল্যান্ড স্রোত | শীতল |
উপসাগরীয় স্রোত | উষ্ণ |
উত্তর এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোত | উষ্ণ |
ক্যানারি স্রোত | শীতল |
বেংগুয়েলা স্রোত | শীতল |
কুরিল স্রোত | শীতল |
পেরুভিয়ান স্রোত | শীতল |
ক্যালিফোর্নিয়া স্রোত | শীতল |
অঘষ্টক স্রোত | শীতল |
দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত | শীতল |
ক্রোয়েশিয়া স্রোত | উষ্ণ |
আলাস্কা স্রোত | উষ্ণ |
পূর্ব অস্ট্রেলিয় স্রোত | উষ্ণ |
দক্ষিণ নিরক্ষীয় স্রোত | উষ্ণ |
সুশিমা স্রোত | উষ্ণ |
উত্তর প্রশান্ত নিরক্ষীয় স্রোত | উষ্ণ |
উত্তর নিরক্ষীয় স্রোত | উষ্ণ |
দক্ষিণ-পশ্চিম মৌসুমি স্রোত | উষ্ণ ও অস্থায়ী |
দক্ষিণ নিরক্ষীয় স্রোত | উষ্ণ ও স্থায়ী |
উত্তর-পূর্ব মৌসুমি স্রোত | উষ্ণ ও অস্থায়ী |
আগুলহাস স্রোত | উষ্ণ ও স্থায়ী |
পশ্চিম অস্ট্রেলিয় স্রোত | শীতল ও স্থায়ী |
সোমালি স্রোত | শীতল ও স্থায়ী |
সমুদ্রস্রোতের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: সমুদ্রস্রোত
File Format: PDF
No. of Pages: 2
File Size: 153 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link