3rd July 2022 Current Affairs in Bengali
July 2022 Current Affairs in Bengali |
3rd July Current Affairs in Bengali
1.আমেরিকান সুপ্রিম কোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে?ⓐ Ketanji Brown Jackson
ⓑ Sara Joshua
ⓒ Mina Patel
ⓓ Okhilio Sydanda
2.CII Quality Ratna Award 2021 পেলেন কে?
ⓐ রতন টাটা
ⓑ যোগেশ্বর শর্মা
ⓒ অশোক সুতা
ⓓ মিলিন পান্ডে
3.জাতি সংঘের প্রোজেক্ট অনুযায়ী, ২০৩৫ সালে ভারতের জনসংখ্যা কত হবে?
ⓐ ৬০০ মিলিয়ন
ⓑ ৫৯৮ মিলিয়ন
ⓒ ৬৫০ মিলিয়ন
ⓓ ৬৭৫ মিলিয়ন
4.সম্প্রতি কোন কোম্পানির CEO পদ থেকে পদত্যাগ করলেন Ben Silbermann?
5.FanCode কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?
ⓐ বিরাট কোহলি
ⓑ সৌরভ গাঙ্গুলি
ⓒ রবি শাস্ত্রী
ⓓ কপিল দেব
6.PokerBaazi কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত কোন বলিউড অভিনেতা?
ⓐ শাহিদ কাপুর
ⓑ শাহরুখ খান
ⓒ অজয় দেবগন
ⓓ জন আব্রাহাম
7.সরকারি বাস ভাড়ায় মহিলাদের ৫০% কনসেশন দিতে "Naari Ko Naman" স্কিম লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ মধ্যপ্রদেশ
ⓑ হিমাচলপ্রদেশ
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ গুজরাট
8.Financial Action Task Force (FATF)-এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভুত?
ⓐ টি. রাজা কুমার
ⓑ গোবিন্দ রাজুলু
ⓒ স্বরূপ পোড়ে
ⓓ বংশী বেরা
9.টেস্ট ক্রিকেটে ইতিহাসে এক ওভারে ৩৫ রান করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন ভারতীয় ক্রিকেটার?
ⓐ রোহিত শর্মা
ⓑ ভুবনেশ্বর কুমার
ⓒ জাসপ্রিত বুমরা
ⓓ বিরাট কোহলি
10.সম্পূর্ণ ২০২২ জুন মাসে মোট GST সংগ্রহের পরিমাণ কত?
ⓐ ১.৩১ লক্ষ কোটি
ⓑ ১.৪৪ লক্ষ কোটি
ⓒ ১.৫৬ লক্ষ কোটি
ⓓ ১.৩৫ লক্ষ কোটি
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link