1st July 2022 Current Affairs in Bengali
![]() |
July 2022 Current Affairs in Bengali |
1st July Current Affairs in Bengali
1.জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় কবে?ⓐ ১লা জুলাই
ⓑ ২রা জুলাই
ⓒ ৩রা জুলাই
ⓓ ৪ঠা জুলাই
2.সম্প্রতি একনাথ শিন্ডে কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহন করলেন?
ⓐ ত্রিপুরা
ⓑ মহারাষ্ট্র
ⓒ ঝাড়খণ্ড
ⓓ কর্ণাটক
3.“PADMA” নামে সেন্ট্রালাইজড পেমেন্ট সিস্টেম লঞ্চ করলো কোন প্রতিরক্ষা বাহিনী?
ⓐ ইন্ডিয়ান আর্মি
ⓑ ইন্ডিয়ান এয়ার ফোর্স
ⓒ ইন্ডিয়ান কোস্ট গার্ড
ⓓ ইন্ডিয়ান নেভি
4.সম্প্রতি প্রয়াত Varinder Singh কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?
ⓐ ক্রিকেট
ⓑ ফুটবল
ⓒ ব্যাডমিন্টন
ⓓ হকি
5.সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি পদে শপথ গ্রহন করলেন Ferdinand Marcos?
ⓐ ইউক্রেন
ⓑ ফিলিপিন্স
ⓒ মাদাগাস্কার
ⓓ ইয়েমেন
6.সম্প্রতি ইউক্রেনকে ১ বিলিয়ন পাউন্ড মিলিটারি সহযোগিতা দিচ্ছে কোন দেশ?
ⓐ আমেরিকা
ⓑ জাপান
ⓒ ব্রিটেন
ⓓ চীন
7.সিঙ্গাপুরের ৩টি স্যাটেলাইট সহ PSLV-C53 নামে রকেট লঞ্চ করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা?
ⓐ ESA
ⓑ NASA
ⓒ ISRO
ⓓ SpaceX
8.চারটি গ্র্যান্ড স্লামে ৮০টি ম্যাচ জেতা প্রথম টেনিস খেলোয়াড় কে?
ⓐ নোভাক জোকোভিচ
ⓑ রাফায়েল নাদাল
ⓒ এস. কওয়ন
ⓓ মারিয়া শারাপোভা
9.সম্প্রতি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম পরিবর্তন করে কী রাখা হলো?
ⓐ শিবাজী নগর
ⓑ বালাপুর
ⓒ সম্ভাজী নগর
ⓓ সেনা নগর
10.GAIL (India) Limited-এর নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং পদে নিযুক্ত হচ্ছেন কে?
ⓐ বিকাশ কুমার
ⓑ সন্দীপ কুমার গুপ্ত
ⓒ নেয়াজ আহমেদ
ⓓ মহেশ্বর সিংহ
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link