Breaking







Tuesday, July 19, 2022

18th July 2022 Current Affairs in Bengali || ১৮ই জুলাই ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

18th July 2022 Current Affairs in Bengali

18th July 2022 Current Affairs in Bengali
July 2022 Current Affairs in Bengali

18th July Current Affairs in Bengali 

1.আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয় কবে?
১৮ই জুলাই
১৯শে জুলাই
২০শে জুলাই
২১শে জুলাই

উত্তর:: ১৮ই জুলাই
এবছরের থিম হলো-“Do what you can, with what you have, where you are.”

2.সম্প্রতি লা গণেশান কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেলেন?
উড়িষ্যা
পশ্চিমবঙ্গ
ত্রিপুরা
আসাম 

উত্তর:: পশ্চিমবঙ্গ

3.২০২২-২৩ সালের জন্য Shanghai Cooperation Organisation(SCO)-এর প্রথম “Cultural and Tourism Capital” হিসাবে ঘোষিত হলো কোনটি?
অযোধ্যা
তিরুপতি
বারাণসী
মাদুরাই

উত্তর:: বারাণসী
SCO-এর হেড কোয়ার্টার- বেজিং, চীন
প্রতিষ্ঠা সাল- ২০০১ সালের ১৫ই জুন

4.REC Limited-এর টেকনিক্যাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
সুরঞ্জন দাস
পুলিন বিহারী চৌধুরী
সৌরভ মাইতি
ভি.কে. সিং

উত্তর:: ভি.কে. সিং
হেড কোয়ার্টার- নিউ দিল্লি
প্রতিষ্ঠা সাল- ১৯৫৯ সালের ২৫শে জুলাই

5.স্পেনে অনুষ্ঠিত 41st Villa De Benasque International Chess Open জিতলো কোন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার?
আর. প্রজ্ঞানন্দ
অভিমন্যু মিশ্র
বিশ্বনাথন আনন্দ
অরবিন্দ চিদাম্বরম

উত্তর:: অরবিন্দ চিদাম্বরম

6.সম্প্রতি আর.ডি. ধীমান কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন?
মহারাষ্ট্র
হিমাচল প্রদেশ
মধ্য প্রদেশ
ছত্তিশগড়

উত্তর:: হিমাচল প্রদেশ

7.ভারতে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন পরিষেবা চালু হচ্ছে কোথায়?
দিল্লি
মুম্বাই
কলকাতা
বেঙ্গালুরু

উত্তর:: কলকাতা

8.National Stock Exchange (NSE)-এর নতুন CEO এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
আশীষ কুমার চৌহান
আসফাক মিদ্দা
সোমা ব্যানার্জি
নিশীথ চৌহান

উত্তর:: আশীষ কুমার চৌহান
হেড কোয়ার্টার- মুম্বাই, মহারাষ্ট্র
প্রতিষ্ঠা সাল- ১৯৯২

9.সম্প্রতি কোথায় বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?
গুজরাট
উত্তরপ্রদেশ
রাজস্থান
হরিয়ানা

উত্তর:: উত্তরপ্রদেশ

10.ভারতের প্রথম E-Waste Eco Park তৈরি করা হবে কোথায়?
মুম্বাই
চেন্নাই
দিল্লি
গোরখপুর

উত্তর:: দিল্লি

Read More::

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link