18th July 2022 Current Affairs in Bengali
![]() |
July 2022 Current Affairs in Bengali |
18th July Current Affairs in Bengali
1.আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস পালন করা হয় কবে?১৮ই জুলাই
১৯শে জুলাই
২০শে জুলাই
২১শে জুলাই
উত্তর:: ১৮ই জুলাই
এবছরের থিম হলো-“Do what you can, with what you have, where you are.”
2.সম্প্রতি লা গণেশান কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেলেন?
উড়িষ্যা
পশ্চিমবঙ্গ
ত্রিপুরা
আসাম
উত্তর:: পশ্চিমবঙ্গ
3.২০২২-২৩ সালের জন্য Shanghai Cooperation Organisation(SCO)-এর প্রথম “Cultural and Tourism Capital” হিসাবে ঘোষিত হলো কোনটি?
অযোধ্যা
তিরুপতি
বারাণসী
মাদুরাই
উত্তর:: বারাণসী
SCO-এর হেড কোয়ার্টার- বেজিং, চীন
প্রতিষ্ঠা সাল- ২০০১ সালের ১৫ই জুন
প্রতিষ্ঠা সাল- ২০০১ সালের ১৫ই জুন
4.REC Limited-এর টেকনিক্যাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
সুরঞ্জন দাস
পুলিন বিহারী চৌধুরী
সৌরভ মাইতি
ভি.কে. সিং
উত্তর:: ভি.কে. সিং
হেড কোয়ার্টার- নিউ দিল্লি
প্রতিষ্ঠা সাল- ১৯৫৯ সালের ২৫শে জুলাই
5.স্পেনে অনুষ্ঠিত 41st Villa De Benasque International Chess Open জিতলো কোন ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার?
আর. প্রজ্ঞানন্দ
অভিমন্যু মিশ্র
বিশ্বনাথন আনন্দ
অরবিন্দ চিদাম্বরম
উত্তর:: অরবিন্দ চিদাম্বরম
6.সম্প্রতি আর.ডি. ধীমান কোন রাজ্যের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন?
মহারাষ্ট্র
হিমাচল প্রদেশ
মধ্য প্রদেশ
ছত্তিশগড়
উত্তর:: হিমাচল প্রদেশ
7.ভারতে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন পরিষেবা চালু হচ্ছে কোথায়?
দিল্লি
মুম্বাই
কলকাতা
বেঙ্গালুরু
উত্তর:: কলকাতা
8.National Stock Exchange (NSE)-এর নতুন CEO এবং ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
আশীষ কুমার চৌহান
আসফাক মিদ্দা
সোমা ব্যানার্জি
নিশীথ চৌহান
উত্তর:: আশীষ কুমার চৌহান
হেড কোয়ার্টার- মুম্বাই, মহারাষ্ট্র
প্রতিষ্ঠা সাল- ১৯৯২
9.সম্প্রতি কোথায় বুন্দেলখন্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী?
গুজরাট
উত্তরপ্রদেশ
রাজস্থান
হরিয়ানা
উত্তর:: উত্তরপ্রদেশ
10.ভারতের প্রথম E-Waste Eco Park তৈরি করা হবে কোথায়?
মুম্বাই
চেন্নাই
দিল্লি
গোরখপুর
উত্তর:: দিল্লি
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link