Breaking







Sunday, July 17, 2022

17th July 2022 Current Affairs in Bengali || ১৭ই জুলাই ২০২২ কারেন্ট অ্যাফেয়ার্স

17th July 2022 Current Affairs in Bengali

17th July 2022 Current Affairs in Bengali
July 2022 Current Affairs in Bengali

17th July Current Affairs in Bengali 

1.আন্তর্জাতিক ন্যায় দিবস পালন করা হয় কবে?
১৭ই জুলাই
১৮ই জুলাই
১৯শে জুলাই
২০শে জুলাই

উত্তর:: ১৭ই জুলাই
এবছরের থিম হলো- “Achieving Social Justice through Formal Employment”

2.Singapore Open 2022 টাইটেল জিতলেন কে?
সাইনা নেহয়াল
পি.ভি. সিন্ধু
ক্যারোলিনা মারিন
আন সে-ইয়াং

উত্তর:: পি.ভি. সিন্ধু

3.সম্প্রতি মহারাষ্ট্র সরকারের তরফ থেকে Mother Teresa Memorial Award পেলেন কে?
এ.আর. রহমান
নির্মলা সিথারামণ
দিয়া মির্জা
কঙ্গনা রানাউত

উত্তর:: দিয়া মির্জা
এছাড়াও এই পুরুস্কারে সম্মানিত হলেন পরিবেশ কর্মী আফরোজ শাহ

4. প্রথম রাজ্য হিসাবে নিজস্ব ইন্টারনেট পরিষেবা লঞ্চ করলো কে?
তামিলনাড়ু
তেলেঙ্গানা
অন্ধ্রপ্রদেশ
কেরালা

উত্তর:: কেরালা

5.ভারতের প্রথম প্রাইভেট ব্যাঙ্ক হিসাবে নতুন ট্যাক্স পোর্টালের সাথে ইন্টিগ্রেটেড হলো কে?
HDFC Bank
Kotak Mahindra Bank
Axis Bank
Bank of Baroda

উত্তর:: Kotak Mahindra Bank
হেড কোয়ার্টার- মুম্বাই
প্রতিষ্ঠা সাল- ফেব্রুয়ারি, ২০০৩

6.প্রথম ভারতীয় হিসাবে World Athletics Championships 2022-এ পুরুষদের লং জাম্প ফাইনালে পৌঁছলেন কে?
মুরালি শ্রীশঙ্কর
বিমান দাস
বিজেন্দ্র পাল
গোবিন্দ ঘুরে

উত্তর:: মুরালি শ্রীশঙ্কর

7.National Bank for Financing Infrastructure and Development (NaBFID)-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন কে?
উদয় কোটাক
রাজনিস কুমার
রাজকিরন রাই
পীযুষ সরকার

উত্তর:: রাজকিরন রাই

8."জাগো গ্রাহক জাগো" ক্যাম্পেইনের ম্যাসকট হলো কোনটি?
ধাকার
সুস্মি
দিশা
জাগৃতি

উত্তর:: জাগৃতি

9.ডোপিং টেস্টে ফেল হওয়ায় ১০ মাসের জন্য ব্যান হলেন শহিদুল ইসলাম, তিনি কোন দেশের ক্রিকেটার?
বাংলাদেশ
পাকিস্তান
আফগানিস্তান
শ্রীলঙ্কা

উত্তর:: বাংলাদেশ

10.National Road Transport Institute-এর নাম পরিবর্তন করে রাখা হলো গতি শক্তি বিশ্ববিদ্যালয়, এটি কোন রাজ্যে অবস্থিত?
গোয়া
উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ
গুজরাট

উত্তর:: গুজরাট

Read More::

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link