17th July 2022 Current Affairs in Bengali
![]() |
July 2022 Current Affairs in Bengali |
17th July Current Affairs in Bengali
1.আন্তর্জাতিক ন্যায় দিবস পালন করা হয় কবে?১৭ই জুলাই
১৮ই জুলাই
১৯শে জুলাই
২০শে জুলাই
উত্তর:: ১৭ই জুলাই
এবছরের থিম হলো- “Achieving Social Justice through Formal Employment”
2.Singapore Open 2022 টাইটেল জিতলেন কে?
সাইনা নেহয়াল
পি.ভি. সিন্ধু
ক্যারোলিনা মারিন
আন সে-ইয়াং
উত্তর:: পি.ভি. সিন্ধু
3.সম্প্রতি মহারাষ্ট্র সরকারের তরফ থেকে Mother Teresa Memorial Award পেলেন কে?
এ.আর. রহমান
নির্মলা সিথারামণ
দিয়া মির্জা
কঙ্গনা রানাউত
উত্তর:: দিয়া মির্জা
এছাড়াও এই পুরুস্কারে সম্মানিত হলেন পরিবেশ কর্মী আফরোজ শাহ
4. প্রথম রাজ্য হিসাবে নিজস্ব ইন্টারনেট পরিষেবা লঞ্চ করলো কে?
তামিলনাড়ু
তেলেঙ্গানা
অন্ধ্রপ্রদেশ
কেরালা
উত্তর:: কেরালা
5.ভারতের প্রথম প্রাইভেট ব্যাঙ্ক হিসাবে নতুন ট্যাক্স পোর্টালের সাথে ইন্টিগ্রেটেড হলো কে?
HDFC Bank
Kotak Mahindra Bank
Axis Bank
Bank of Baroda
উত্তর:: Kotak Mahindra Bank
হেড কোয়ার্টার- মুম্বাই
প্রতিষ্ঠা সাল- ফেব্রুয়ারি, ২০০৩
6.প্রথম ভারতীয় হিসাবে World Athletics Championships 2022-এ পুরুষদের লং জাম্প ফাইনালে পৌঁছলেন কে?
মুরালি শ্রীশঙ্কর
বিমান দাস
বিজেন্দ্র পাল
গোবিন্দ ঘুরে
উত্তর:: মুরালি শ্রীশঙ্কর
7.National Bank for Financing Infrastructure and Development (NaBFID)-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন কে?
উদয় কোটাক
রাজনিস কুমার
রাজকিরন রাই
পীযুষ সরকার
উত্তর:: রাজকিরন রাই
8."জাগো গ্রাহক জাগো" ক্যাম্পেইনের ম্যাসকট হলো কোনটি?
ধাকার
সুস্মি
দিশা
জাগৃতি
উত্তর:: জাগৃতি
9.ডোপিং টেস্টে ফেল হওয়ায় ১০ মাসের জন্য ব্যান হলেন শহিদুল ইসলাম, তিনি কোন দেশের ক্রিকেটার?
বাংলাদেশ
পাকিস্তান
আফগানিস্তান
শ্রীলঙ্কা
উত্তর:: বাংলাদেশ
10.National Road Transport Institute-এর নাম পরিবর্তন করে রাখা হলো গতি শক্তি বিশ্ববিদ্যালয়, এটি কোন রাজ্যে অবস্থিত?
গোয়া
উত্তরপ্রদেশ
মধ্যপ্রদেশ
গুজরাট
উত্তর:: গুজরাট
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link