27th June 2022 Current Affairs in Bengali
![]() |
June 2022 Current Affairs in Bengali |
27th June Current Affairs in Bengali
1.Indonesia Open 2022-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন Viktor Axelsen, তিনি কোন দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়?ⓐ গ্রিস
ⓑ সাইবেরিয়া
ⓒ ফিনল্যান্ড
ⓓ ডেনমার্ক
2.শীঘ্রই গর্ভপাতের অধিকারকে ব্যান করতে করতে চলেছে কোন দেশ?
ⓐ ব্রিটেন
ⓑ জাপান
ⓒ ইউক্রেন
ⓓ আমেরিকা
3.India Debt Resolution Company Ltd.(IDRCL)-এর CEO পদে নিযুক্ত হলেন কে?
ⓐ মণীশ মাখারিয়া
ⓑ অবিনাশ কুলকালর্নি
ⓒ অমল দাস
ⓓ রিতেশ শর্মা
4.India International Centre-এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে?
ⓐ শ্যাম শরণ
ⓑ পরিমল মন্ডল
ⓒ বিজয় সানা
ⓓ কিরন মজুমদার
5.সরকারি কর্মচারীদের মেডিকেল ইন্সুরেন্স দেওয়ার জন্য MEDISEP Scheme লঞ্চ করলো কোন রাজ্য?
ⓐ কর্ণাটক
ⓑ কেরালা
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ উত্তরাখণ্ড
6.2021 Golden Achievement Award পেলেন কোন প্রাক্তন টেনিস খেলোয়াড়?
ⓐ মহেশ ভূপতি
ⓑ আনন্দ অমৃতরাজ
ⓒ সানিয়া মির্জা
ⓓ বিজয় অমৃতরাজ
7.National Small Industries Corporation Limited(NSIC)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
ⓐ রাহুল বাজাজ
ⓑ অজিত দোভাল
ⓒ কৈলাশ মাহাতো
ⓓ পি. উদয়কুমার
8.Indian Olympic Association(IOA)-এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে?
ⓐ নারিন্দার বাত্রা
ⓑ অনিল খান্না
ⓒ চিরঞ্জিত সেনগুপ্ত
ⓓ গৌতম সামন্ত
9.UN Public Service Award জিতলো কোন রাজ্যের ‘Mo Bus’ পরিষেবা?
ⓐ আসাম
ⓑ ত্রিপুরা
ⓒ মহারাষ্ট্র
ⓓ উড়িষ্যা
10.সম্প্রতি পদ্মা ব্রিজ উদ্বোধন করা হলো কোন দেশে?
ⓐ ভারত
ⓑ বাংলাদেশ
ⓒ শ্রীলঙ্কা
ⓓ নেপাল
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link