আজ ভারতের বিভিন্ন খাল তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে উল্লেখযোগ্য সেচ খালের নাম ও অবস্থান দেওয়া হয়েছে বাংলায়। ভারতের জল সেচ ব্যবস্থার অংশ হিসাবে চাকরির পরীক্ষাতে ক্যানাল(Canal) বা খালের নাম থেকে প্রশ্ন আসে। যেমন:- ইন্দিরা গান্ধী খাল কোন রাজ্যে অবস্থিত? উচ্চ গঙ্গা খাল কোন কোন রাজ্যে রয়েছে? ইত্যাদি।
ভারতের বিভিন্ন খাল
| খালের নাম | অবস্থান |
|---|---|
| ইন্দিরা গান্ধী খাল | হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান |
| সেতুসমুদ্রম ক্যানাল প্রকল্প | তামিলনাড়ু, কেরালা |
| বাকিংহাম খাল | অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু |
| ন্যাশনাল ওয়াটারওয়ে ৩ | কেরালা |
| উচ্চ গঙ্গা খাল | উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ |
| নিম্ন গঙ্গা খাল | উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ |
| সারদা ক্যানাল | উত্তরপ্রদেশ |
| আগ্রা ক্যানাল | উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান |
| তেলেগু গঙ্গা প্রোজেক্ট | অন্ধ্রপ্রদেশ |
| হান্দ্রি-নীভা সুজলা শ্রাবন্তী প্রকল্প | অন্ধ্রপ্রদেশ |
| কে.সি. ক্যানাল | অন্ধ্রপ্রদেশ |
| পশ্চিম যমুনা খাল | হরিয়ানা ও দিল্লি |
| কলিঙ্গরায়ন খাল | তামিলনাড়ু |
| বুদ্ধ নালা খাল | পাঞ্জাব |
| শতদ্রু–যমুনা লিঙ্ক ক্যানেল | পাঞ্জাব |
| সিরহিন্দ খাল | পাঞ্জাব |
| নর্মদা খাল | গুজরাট, রাজস্থান |
| কনল্লি খাল | কেরালা |
| নিম্ন ভবানী প্রোজেক্ট খাল | তামিলনাড়ু |
| কাবেরী-ভাইগাই লিংক ক্যানাল | কেরালা, কর্নাটক, তামিলনাড়ু |
| কাকাতিয়া খাল | তেলেঙ্গানা |
| মহানদী খাল | উড়িষ্যা |
| সাউন্ডেন কাট | মহারাষ্ট্র |
| দুর্গাবতী খাল | বিহার |
| কর্মনাসা খাল | বিহার |
| নালা মার | জম্মু-কাশ্মীর |
| দামোদর প্রকল্প খাল | পশ্চিমবঙ্গ |
| ইডেন খাল | পশ্চিমবঙ্গ |
খালের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: ভারতের বিভিন্ন খাল
File Format: PDF
No. of Pages: 2
File Size: 351 KB
Click Here to Download

No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link