Breaking







Sunday, May 8, 2022

বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা PDF || Chemical Formula of Salts

বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা PDF

বিভিন্ন লবনের সংকেত তালিকা PDF
বিভিন্ন লবনের সংকেত
Hello Friends,
আজ বিভিন্ন লবণের নাম ও সংকেত তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে উল্লেখযোগ্য লবন গুলির রাসায়নিক সংকেত দেওয়া হয়েছে। রসায়ন বিজ্ঞানের অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অধিক। যেমন:- খাদ্য লবণের সংকেত কী? তুঁতের সংকেত কী? ইত্যাদি।

বিভিন্ন লবণের সংকেত তালিকা

লবণ সংকেত
সোডিয়াম ক্লোরাইড (খাদ্য লবণ) NaCl
গ্লবার সল্ট NaSO4 10H2O
কপার সালফেট (তুঁতে) CuSO4
অ্যামোনিয়াম ক্লোরাইড (নিশাদল) NH4Cl
অ্যামোনিয়াম ফসফেট (NH4)3PO4
পটাসিয়াম ক্লোরাইড KCl
গোল্ড ক্লোরাইড AuCl3
পটাসিয়াম নাইট্রেট KNO3
পটাসিয়াম সালফেট K2SO4
পটাসিয়াম ফেরোসায়ানাইড K4[Fe(CN6)]
সোডিয়াম সালফেট Na2SO4
ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর) CaCO3
জিপসাম CasO4 2H2O
জিঙ্ক সালফেট ZnSO4
ম্যাগনেশিয়াম সালফেট (এপসম সল্ট) MgSO4
সোডিয়াম নাইট্রেট NaNO3
অ্যালুমিনিয়াম সালফেট Al3(SO4)3
ক্যালশিয়াম নাইট্রেট Ca(NO3)2
বেকিং সোডা NaHCO3
ওয়াশিং সোডা Na2CO3 10H2O
পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4
সোডিয়াম অ্যাসিটেট CH3COONa
ক্যালসিয়াম অক্সাইড CaO

লবণের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
 
File Details::
File Name: লবনের নাম ও সংকেত
File Format: PDF
No. of Pages: 2
File Size: 278 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link