Breaking







Friday, May 27, 2022

Kolkata Police Constable Syllabus in Bengali PDF || কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস

Kolkata Police Constable Syllabus in Bengali PDF

Kolkata Police Constable Syllabus in Bengali PDF
KP Constable Syllabus
নমস্কার বন্ধুরা,
আজ Kolkata Police Constable 2022 Syllabus in Bengali PDFটি আপনাদের শেয়ার করছি, যেটাতে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই পদে নিয়োগ হতে চলেছে, সেইন কারণে সিলেবাসটি অনুযায়ী প্রস্তুতি নিতে থাকুন আজ থেকেই।

Kolkata Police Syllabus in Bengali

কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া::
প্রিলিমিনারি পরীক্ষা➔PMT & PET➔মেন পরীক্ষা➔ইন্টারভিউ➔ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল

প্রিলিমিনারী মেন
প্রশ্ন সংখ্যা: ১০০টি প্রশ্ন সংখ্যা: ৮৫টি
৪০টি জিকে, ৩০টি অঙ্ক ও ৩০টি রিজনিং ২৫টি জিকে, ১০টি ইংরেজি, ২৫টি অঙ্ক ও ২৫টি রিজনিং
প্রতিটি প্রশ্নের মান: ১ প্রতিটি প্রশ্নের মান: ১
সময়: ১ ঘণ্টা সময়: ১ ঘণ্টা
প্রশ্নের ধরন: MCQ প্রশ্নের ধরন: MCQ
নেগেটিভ মার্কিং: -০.২৫ নেগেটিভ মার্কিং: -০.২৫

PHYSICAL MEASUREMENT TEST(PMT)
■ পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ১৬৭ সেমি ও ওজন হতে হবে ৫৭ কেজি এবং বুকের ছাতি ৭৮সেমি এবং ৮৩সেমি(ফুলিয়ে)
গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও ST দের ক্ষেত্রে ১৬০ সেমি ও ওজন হতে হবে ৫৩ কেজি এবং বুকের ছাতি ৭৬সেমি এবং ৮১সেমি(ফুলিয়ে)

■ মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ১৬০ সেমি ও ওজন হতে হবে ৪৯ কেজি
গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও ST দের ক্ষেত্রে ১৫২ সেমি ও ওজন হতে হবে ৪৫ কেজি

PHYSICAL EFFICIENCY TEST(PET)
■ পুরুষদের ক্ষেত্রে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড়োতে হবে
■ মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিট ৩০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়োতে হবে

ইন্টারভিউ
 আগের সমস্ত ধাপ অতিক্রমকারী যোগ্য ব্যক্তিদের ইন্টারভিউতে ডাকা হবে, যেখানে ১৫ নম্বর বরাদ্দ থাকবে

সম্পূর্ণ বিশদ তথ্য পিডিএফে আছে

File Details::
File Name: কলকাতা পুলিশ সিলেবাস ২০২২
File Format: PDF
No. of Pages: 3
File Size: 537 KB

Click Here to Download

অফিসিয়াল নোটিশ:: ডাউনলোড

অফিসিয়াল ওয়েবসাইট:: https://wbpolice.gov.in

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link