4th May Bengali Current Affairs 2022
![]() |
May Bengali Current Affairs 2022 |
4th May Bengali Current Affairs
1.Central Board of Direct Taxes(CBDT)-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?গীতা রানী মালহোত্রাসঙ্গীতা সিংপ্রজাক্তা কোহলিঅজিত কুমার
উত্তর:: সঙ্গীতা সিং
2.পাবলিক পরিষেবা গুলি বাড়ি বাড়ি পৌঁছে দিতে "মুখ্যমন্ত্রী মিতান যোজনা" লঞ্চ করলো কোন রাজ্য সরকার?মধ্যপ্রদেশমহারাষ্ট্রহরিয়ানাছত্তিশগড়
উত্তর:: ছত্তিশগড়রাজধানী- রায়পুর
3.করবেট টাইগার রিজার্ভের নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?নরেশ কুমারঅজয় কুমারমৃণাল সেনসুজন সামন্ত
উত্তর:: নরেশ কুমারএটি উত্তরাখণ্ডে অবস্থিত
4.2022 World Press Freedom Index-এ ভারতের স্থান কত?১১০১৫০১৫৬১২৯
উত্তর:: ১৫০এই ইনডেক্সে প্রথম স্থানে আছে নরওয়ে, দ্বিতীয় স্থানে ডেনমার্ক এবং তৃতীয় স্থানে সুইডেন
5.Cannes Film Market-এ "Country of Honor" হবে কোন দেশ?নেপালশ্রীলঙ্কাভারতথাইল্যান্ড
উত্তর:: ভারত
6.প্রথম ভারতীয় হিসাবে 2022 Junior World Weightlifting Championships-এ সোনার মেডেল জিতলো কে?হার্শাদা শরদঅংশ শর্মাপ্রীতি দেশমুখসৌরিন মন্ডল
উত্তর:: হার্শাদা শরদএটি গ্রীসে অনুষ্ঠিত হচ্ছে
7.২০০ মিটার দৌড়ে বিশ্বে দ্রুততম চতুর্থ ব্যক্তি হলেন Erriyon Knighton, তিনি কোন দেশের নাগরিক?জাপানঅস্ট্রেলিয়াজ্যামাইকাআমেরিকা
উত্তর:: আমেরিকাতিনি ১৯.৪৯ সেকেন্ড সময় নিয়েছেন এই ২০০ মিটার সম্পূর্ণ করতেএই তালিকায় প্রথমস্থানে রয়েছেন ইউসেন বোল্ট
8.সম্প্রতি নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কে?সঞ্জয় পান্ডেতরুণ কাপুরনীতিন কুমারসিদ্ধার্থ রাওয়াত
উত্তর:: তরুণ কাপুর
9.পশ্চিমবঙ্গকে পরাজিত করে সন্তোষ ট্রফি ২০২২ জিতলো কোন রাজ্য?কেরালাকর্ণাটকগুজরাটতামিলনাড়ু
উত্তর:: কেরালাএইবার নিয়ে মোট ৭ বার এই ট্রফি জিতলো কেরালাএই ট্রফিটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত
10."জীবনের ডান দিক বাম দিক" শিরোনামে বই লিখলেন কে?মনোরঞ্জন ব্যাপারীবুদ্ধদেব গুহকবির সুমনসন্দীপ রায়
উত্তর:: মনোরঞ্জন ব্যাপারী
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link