Breaking







Wednesday, August 9, 2023

বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা তালিকা PDF || Events During British Governor Generals

বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে উল্লেখযোগ্য ঘটনা তালিকা PDF

বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা তালিকা PDF
গভর্নর জেনারেলের আমলে ঘটা ঘটনা
Hello Aspirants,
আজ বিভিন্ন গভর্নর জেনারেলের আমলে ঘটা উল্লেখযোগ্য ঘটনা তালিকা PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে ব্রিটিশ গভর্নরদের সময়কালে গুরুত্বপূর্ণ ঘটনাবলী আছে। ভারতের ইতিহাসের বিষয় হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- কার আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়? কোন গভর্নর জেনারেলের আমলে ভারতে রেলপথের সূচনা হয়? ইত্যাদি।

গভর্নর জেনারেলের আমলে ঘটা ঘটনা সমূহ

গভর্নর জেনারেল ঘটনা
ওয়ারেন হেস্টিংস আমিনী কমিশন
লর্ড কর্ণওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত, সিভিল সার্ভিস প্রণয়ন
লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি
লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ, ভারতে ইংরেজি শিক্ষার সূচনা
লর্ড ডালহৌসি স্বত্ববিলোপ নীতি, ভারতে রেলপথের সূচনা, টেলিগ্রাফ ও ডাকবিভাগের সূচনা, সাঁওতাল বিদ্রোহ, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন
লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহ, মহারাণীর ঘোষণাপত্র
লর্ড লিটন দেশীয় সংবাদপত্র আইন
লর্ড রিপন ফ্যাক্টরি আইন, দেশীয় সংবাদপত্র আইন বাতিল, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সুত্রপাত
লর্ড ডাফরিন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা
লর্ড কার্জন বঙ্গভঙ্গ
লর্ড দ্বিতীয় মিন্টো ঢাকাতে মুসলিম লীগ প্রতিষ্ঠা, কংগ্রেসে ভাঙন, মর্লে-মিন্টো সংস্কার
লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তর
লর্ড চেমসফোর্ড রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন
লর্ড আরউইন সাইমন কমিশন, পূর্ণ স্বরাজের দাবী, প্রথম গোল টেবিল বৈঠক, গান্ধী-আরউইন চুক্তি
লর্ড ওয়েলিংটন দ্বিতীয় গোল টেবিল বৈঠক, পুণা চুক্তি, ভারত শাসন আইন
লর্ড লিনলিথগো ফরওয়ার্ড ব্লক গঠন, ক্রিপস মিশন, ভারত ছাড়ো আন্দোলন
লর্ড ওয়াভেল নৌ বিদ্রোহ, ক্যাবিনেট মিশন
লর্ড মাউন্টব্যাটেন ভারতীয় স্বাধীনতা আইন, ভারত বিভাজন

সম্পূর্ণ তথ্যটি পিডিএফে রয়েছে

File Details::
File Name: ব্রিটিশ গভর্নর জেনারেলের আমলে ঘটা  ঘটনা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 422 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link