22nd April Bengali Current Affairs 2022
![]() |
April Bengali Current Affairs 2022 |
22nd April Bengali Current Affairs
1.World Earth Day পালন করা হয় কবে?ⓐ ২২শে এপ্রিল
ⓑ ২১শে এপ্রিল
ⓒ ২৩শে এপ্রিল
ⓓ ২৪শে এপ্রিল
2.ভারতের প্রথম ৯৯.৯৯% শুদ্ধ গ্রীন হাইড্রোজেন প্লান্ট চালু করা হলো কোথায়?
ⓐ গুজরাট
ⓑ হিমাচল প্রদেশ
ⓒ আসাম
ⓓ অন্ধ্রপ্রদেশ
3.আমেরিকার উপ-রাষ্ট্রপতি কমলা হ্যারিসের প্রতিরক্ষা উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত?
ⓐ শিবাঙ্গী সিং
ⓑ জয়িতা মোদক
ⓒ বিনীতা সিং
ⓓ শান্তি শেঠি
4.ভারতের মিলিটারি অপারেশনের ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?
ⓐ মনোজ পান্ডে
ⓑ মনোজ কুমার কাটিয়ার
ⓒ সুরেশ চন্দ্র
ⓓ ধনঞ্জয় ভট্টাচার্য
5.সম্প্রতি কোন কোম্পানির CEO পদে নিযুক্ত হলেন এল.ভি. বৈদ্যনাথন?
ⓐ P&G India
ⓑ Hindustan Unilever Ltd.
ⓒ Dabur
ⓓ Sugar Cosmetics
6."HELLO" নামে নতুন পেমেন্ট সিস্টেম অন্তর্ভুক্ত করলো কোন দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক?
ⓐ ভারত
ⓑ রাশিয়া
ⓒ আমেরিকা
ⓓ জাপান
7.সম্প্রতি নরেশ কুমার কোন কেন্দ্র শাসিত অঞ্চল/ রাজ্যের চিফ সেক্রেটারী পদে নিযুক্ত হলেন?
ⓐ লাদাখ
ⓑ মহারাষ্ট্র
ⓒ ছত্তিশগড়
ⓓ দিল্লি
8.কোন রাজ্যের শিবমোগগা এয়ারপোর্টের নাম রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী BS Yediyurappa-র নামে?
ⓐ কেরালা
ⓑ কর্ণাটক
ⓒ তেলেঙ্গানা
ⓓ গোয়া
9."Sarmat" নামে বিশ্বের শক্তিশালী মিসাইলের পরীক্ষা করলো কোন দেশ?
ⓐ ইউক্রেন
ⓑ রাশিয়া
ⓒ চীন
ⓓ ভারত
10.ভারতের ষষ্ঠ স্করপিয়ন-ক্লাস সাবমেরিন ‘INS Vagsheer’, কোথায় লঞ্চ করা হলো?
ⓐ মুম্বাই
ⓑ চেন্নাই
ⓒ বিশাখাপত্তনম
ⓓ কোচি
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link