Breaking







Sunday, March 10, 2024

ভারতের বিখ্যাত ব্যক্তিদের স্লোগান তালিকা PDF || Slogans of Indian Freedom Fighters

বিখ্যাত ব্যক্তিদের স্লোগান তালিকা PDF

বিখ্যাত ব্যক্তিদের স্লোগান তালিকা PDF
স্লোগান
Hello,
আজ ভারতের বিখ্যাত ব্যক্তিদের স্লোগান তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে ভারতের উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামীদের ও বিশিষ্ট ব্যক্তিদের স্লোগান গুলি দেওয়া হলো। ইতিহাস ও জেনারেল স্টাডিজের অংশ হিসাবে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- জয় জওয়ান জয় কিষান শ্লোগানটি কার? গরিবি হটাও স্লোগানটি কে দিয়েছিলেন? ইত্যাদি।

বিখ্যাত ব্যক্তিদের স্লোগান

ব্যক্তি শ্লোগান
নেতাজি সুভাষচন্দ্র বসু তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব , জয়হিন্দ , দিল্লি চলো
মহাত্মা গান্ধী করেঙ্গে ইয়া মরেঙ্গে, ভারত ছাড়ো
ভগত সিং ইনকিলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদকো নাশ হো
লাল বাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষান
রাজীব গান্ধী মেরে ভারত মহান হ্যায়
রামপ্রসাদ বিসমিল সরফরোশি কি তামান্না অব হামারে দিলমে হ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর জনগনমন অধিনায়ক জয় হে
মহঃ ইকবাল সারে জাঁহাসে আচ্ছা
অটল বিহারী বাজপেয়ী জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দেমাতরম
বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার
জওহরলাল নেহেরু পূর্ণ স্বরাজ, আরাম হারাম হ্যায়
বিনোবা ভাবে জয় জগত
মঙ্গল পাণ্ডে মারো ফিরিঙ্গি কো
সঞ্জয় গান্ধী কাম অধিক বাতে কম
মুরলী মনোহর জোশি কাশ্মীর চলো
পি.ভি. নরসিংহ রাও দেশ বাচাও, দেশ বানাও
বল্লভভাই প্যাটেল কর মাত দো
ইন্দিরা গান্ধী গরীবি হটাও
জয়প্রকাশ নারায়ণ সম্পূর্ণ ক্রান্তি
লালা লাজপত রাই সাইমন কমিশন বাপাস যাও
ভারতেন্দু হরিশচন্দ্র হিন্দি, হিন্দু, হিন্দুস্তান
দয়ানন্দ সরস্বতী বেদো কি অর লটো
মদনমোহন মালোব্য সত্যমেব জয়তে

স্লোগানের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিখ্যাত ভারতীয়দের স্লোগান
File Format: PDF
No. of Pages: 2
File Size: 309 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link