Breaking







Thursday, September 28, 2023

ভারতের বিভিন্ন স্টেডিয়াম তালিকা PDF || List of Stadiums in India

ভারতের বিভিন্ন স্টেডিয়াম তালিকা PDF

ভারতের বিভিন্ন স্টেডিয়াম তালিকা PDF
বিখ্যাত স্টেডিয়াম
Hello Aspirants,
আজ ভারতের বিভিন্ন স্টেডিয়াম তালিকা PDFটি প্রদান করছি, যেটিতে ভারতের বিখ্যাত স্টেডিয়াম গুলির নাম ও অবস্থান দেওয়া হয়েছে বাংলায়। বিভিন্ন পরীক্ষাতে ভারতের জিকের অংশ হিসাবে ক্রীড়াঙ্গন বা Stadium থেকে প্রশ্ন আসে। যেমন:- নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় অবস্থিত?রুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত? ইত্যাদি।

ভারতের বিভিন্ন স্টেডিয়াম তালিকা

স্টেডিয়ামের নাম অবস্থান খেলা
ইডেন গার্ডেন কলকাতা, পশ্চিমবঙ্গ ক্রিকেট
অরুণ জেটলি স্টেডিয়াম নিউ দিল্লী, দিল্লী ক্রিকেট
নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ, গুজরাট ক্রিকেট
ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই, মহারাষ্ট্র ক্রিকেট
এম. এ. চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই, তামিলনাড়ু ক্রিকেট
এম. চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরু, কর্নাটক ক্রিকেট
মহাত্মা গান্ধী স্টেডিয়াম সালেম, তামিলনাড়ু ক্রিকেট
বারবাটি স্টেডিয়াম কটক, ওড়িশা ক্রিকেট
বীর সুরেন্দ্র সাই স্টেডিয়াম সম্বলপুর, ওড়িশা ক্রিকেট
সওয়াই মান সিং স্টেডিয়াম জয়পুর, রাজস্থান ক্রিকেট
গ্রিন পার্ক স্টেডিয়াম কানপুর, উত্তরপ্রদেশ ক্রিকেট
ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম রাঁচি, ঝাড়খণ্ড ক্রিকেট
কিনান স্টেডিয়াম জামশেদপুর, ঝাড়খণ্ড ক্রিকেট
ডঃ ওয়াই. এস. রাজশেখর রেড্ডি স্টেডিয়াম বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ ক্রিকেট
মঈন-উল-হক স্টেডিয়াম পাটনা, বিহার ক্রিকেট
ডঃ রাজেন্দ্র প্রসাদ স্টেডিয়াম মারগাও, গোয়া ক্রিকেট
মোতি বাঘ স্টেডিয়াম ভাদদরা, গুজরাট ক্রিকেট
মহারাজা বীর বিক্রম কলেজ স্টেডিয়াম আগরতলা, ত্রিপুরা ক্রিকেট
ভূপেন হাজারিকা স্টেডিয়াম গুয়াহাটি, আসাম ক্রিকেট
ইন্দিরা গান্ধী স্টেডিয়াম উনা, হিমাচল প্রদেশ ক্রিকেট
শের-আই-কাশ্মীর স্টেডিয়াম শ্রীনগর, জম্মু ও কাশ্মীর ক্রিকেট
রবীন্দ্র সরোবর স্টেডিয়াম কলকাতা, পশ্চিমবঙ্গ ফুটবল
সল্টলেক স্টেডিয়াম কলকাতা, পশ্চিমবঙ্গ ফুটবল
ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম গুয়াহাটি, আসাম ফুটবল, অ্যাথলেটিক্স
সতীন্দ্র মোহন দেব স্টেডিয়াম শিলচর, আসাম ফুটবল
পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্স পাটনা, বিহার ফুটবল
রাজেন্দ্র স্টেডিয়াম সিওয়ান, বিহার ফুটবল
ফতোরদা স্টেডিয়াম মারগাও, গোয়া ফুটবল
তিলক ময়দান স্টেডিয়াম ভাস্কো দা গামা, গোয়া ফুটবল
বক্সী স্টেডিয়াম শ্রীনগর, জম্মু ও কাশ্মীর ফুটবল
পালজোর স্টেডিয়াম গ্যাংটক, সিকিম ফুটবল
শ্রী কান্তিরাভা স্টেডিয়াম ব্যাঙ্গালোর, কর্ণাটক ফুটবল
ব্যাঙ্গালোর ফুটবল স্টেডিয়াম ব্যাঙ্গালোর, কর্ণাটক ফুটবল
ত্রিভান্দ্রম ইন্টারন্যাশনাল স্টেডিয়াম তিরুবনন্তপুরম, কেরালা ফুটবল
মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম লখনউ, উত্তরপ্রদেশ হকি
বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম রাঁচি, ঝাড়খণ্ড হকি
শিবাজী স্টেডিয়াম নিউ দিল্লী, দিল্লী হকি
নেতাজী ইন্ডোর স্টেডিয়াম কলকাতা, পশ্চিমবঙ্গ মাল্টি-পারপাস
লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম হায়দ্রাবাদ, তেলেঙ্গানা মাল্টি-পারপাস
জওহরলাল নেহেরু স্টেডিয়াম নিউ দিল্লী, দিল্লী অ্যাথলেটিক্স, ফুটবল
বিরসা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়াম রাঁচি, ঝাড়খণ্ড অ্যাথলেটিক্স
মহাবীর স্টেডিয়াম হিসার, হরিয়ানা স্পোর্টস কমপ্লেক্স
নেহেরু স্টেডিয়াম গুয়াহাটি, আসাম স্পোর্টস কমপ্লেক্স
ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম নিউ দিল্লী, দিল্লী স্পোর্টস কমপ্লেক্স

স্টেডিয়ামের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: ভারতের স্টেডিয়াম
File Format: PDF
No. of Pages: 3
File Size: 339 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link