Breaking







Thursday, March 7, 2024

কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তালিকা PDF || Industrial Cities and Towns of India

ভারতের বিভিন্ন শহরের বিখ্যাত শিল্প তালিকা PDF

কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তালিকা PDF
কোন শহরে কোন শিল্প বিখ্যাত
Hello Friends,
আজ ভারতের কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে ভারতের শিল্প শহর গুলির নাম ও শিল্পের নামের তালিকা দেওয়া হয়েছে বাংলায়। জিকে ও অর্থনৈতিক ভূগোলের অংশ হিসাবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যেমন:- ভিলাই কোন শিল্পের জন্য বিখ্যাত? ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? ইত্যাদি।

কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত

শহর বিখ্যাত শিল্প
ত্রিবেণী কাগজ
দুর্গাপুর ইস্পাত
হলদিয়া তৈল শোধনাগার
রাণীগঞ্জ কয়লাখনি শিল্প
ভিলাই ইস্পাত
ঝরিয়া কয়লা
ডিগবয় তৈল শোধনাগার
মথুরা তৈল শোধনাগার
বাটানগর জুতো
আলীগড় তালা-চাবি
নেপানগর নিউজপ্রিন্ট
নাসিককারেন্সি নোট প্রেস
জয়পুর মৃৎপাত্র, সূচিকর্ম
আগ্রা চর্মশিল্প
গুন্টুরতুলা, তামাক
আঙ্কোলেশ্বর তৈল শোধনাগার
মাদুরাই রেশম বয়ন, তুলাজাত বস্ত্র শিল্প, হস্তচালিত তাঁত শিল্প
টাটানগরলৌহ ও ইস্পাত কারখানা
আনন্দ দুগ্ধ উৎপাদন শিল্প
হাওড়া চা, তুলা, পাটশিল্প, জাহাজ মেরামত
কলকাতা মাটির তৈরি দ্রব্যাদি, ইলেক্ট্রনিক বাল্ব, পাট, তুলা, ল্যাম্প তৈরি
ভদ্রাবতী লৌহ ইস্পাত শিল্প
কাঞ্চীভরম রেল ইঞ্জিন
ডালমিয়ানগরসিমেন্ট প্রস্তুত
দিল্লীহাতির দাঁতের কাজ, সুতির বস্ত্র, গৃহ নির্মাণ সরঞ্জাম
ফিরোজাবাদতাঁতশিল্প
চেন্নাই সার কারখানা, তৈল পরিশোধক কারখানা
পেরাম্বুর রেলওয়ে কোচ কারখানা
লুধিয়ানাসাইকেল যন্ত্রাংশ, হোসিয়ারী, সেলাই, মেসিনের যন্ত্র
বেঙ্গালুরু খেলনা, কার্পেট, ভারত ইলেকট্রনিক্স, টেলিফোনের কারখানা
রাউরকেল্লা ইস্পাত কারখানা
কানপুরচামড়া, তুলা ও পশমের কল, সার কারখানা, চিনি, জুতো শিল্প
সিন্ধ্রিসার
সিংভূম তামা
শোলাপুর তুলাজাত বস্ত্রাদির কেন্দ্র
তিরুচিরাপল্লী চুরুট ও সিগারেট
কোচিন জাহাজ নির্মাণ শিল্প
টিটাগড়কাগজ শিল্প
সুরাট জরির কাজ, তুলাজাত বস্ত্রাদি
কুলু কম্বল কারখানা
পানিপথ তুলা ও পশম শিল্প, কম্বল, মৃৎপাত্র, রৌপ্য ও কাঁসার পাত্র
বিশাখাপত্তনমসার কারখানা, তৈল পরিশোধন কারখানা, জাহাজ তৈরি, ইস্পাত
রাণাপ্রতাপ সাগরস্বয়ংক্রিয় বিদ্যুৎ চালিত পাম্প
ক্ষেত্রী তামার শিল্প
হায়দ্রাবাদহাতির দাঁতের কাজ, কাঠ খোদাই, অ্যাসবেসটস, হিন্দুস্থান মেসিন টুলস
ডিণ্ডিগুলচুরুট ও তামাক
মুঙ্গের সিগারেট শিল্প
আদোনি কার্পাস বয়ন শিল্প
অম্বরনাথযন্ত্র সরঞ্জাম প্রোটোটাইপ
অমৃতসর মুদ্রণ মেশিন
আবাদি ট্যাঙ্ক ফ্যাক্টরি
ভোপাল ভারী বৈদ্যুতিক সরঞ্জাম
কাটনি সিমেন্ট শিল্প
শিবাকাশি বাজি ও দেশলাই
মহীশূরসিল্ক
জলন্ধরখেলাধুলার সামগ্রী
ফিরোজাবাদকাঁচ

সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিভিন্ন শহর ও তার শিল্প
File Format: PDF
No. of Pages: 4
File Size: 347 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link