আজ বিভিন্ন প্রাণীর শ্রবণ সীমা তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে কোন প্রাণী কত হার্জের শব্দ শুনতে পায়, সেই তালিকা দেওয়া হয়েছে বাংলায়। ভৌতবিজ্ঞানের অংশ হিসাবে শব্দ ও শ্রবণ সীমা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে মাঝে মধ্যেই। যেমন:- মানুষের শ্রবণ শক্তি কত? বাদুড়ের শ্রবণ মাত্রা কত হার্জ? ইত্যাদি।
বিভিন্ন প্রাণীর শ্রবণ সীমা
| প্রাণীর নাম | শ্রবণসীমা (হার্জ) |
|---|---|
| মানুষ | ২০-২০,০০০ Hz |
| বাদুড় | ২,০০০-১,১০,০০০ Hz |
| পেঁচা | ২০০-১২,০০০ Hz |
| কুকুর | ৬৭-৪৫,০০০ Hz |
| ঘোড়া | ৫৫-৩৩,৫০০ Hz |
| হাতি | ১৬-১২,০০০ Hz |
| ডলফিন | ৭৫-১,৫০,০০০ Hz |
| বিড়াল | ৪৫-৬৪,০০০ Hz |
| ইঁদুর | ২০০-৭৬,০০০ Hz |
| মুরগি | ১২৫-২০০০ Hz |
| গিনিপিগ | ৫৪-৫০,০০০ Hz |
| খরগোশ | ৯৬-৪৯,০০০ Hz |
| গরু | ২৩-৩৫,০০০ Hz |
| কচ্ছপ | ২০-১০০০ Hz |
| পায়রা | ২০০-১০,০০০ Hz |
| চড়ুই পাখি | ২৫০-১২,০০০ Hz |
| শিম্পাঞ্জি | ১০০-২০,০০০ Hz |
| ব্যাং | ১০০-৩,০০০ Hz |
| ভেড়া | ১২৫-৪২,৫০০ Hz |
| গোল্ড ফিশ | ১০০০-২০০০ Hz |
| তোতাপাখি | ২০০-৮,৫০০ Hz |
| গন্ডার | ২০-১৮০০০ Hz |
| মথ | ৩,০০,০০০ Hz |
| নেকড়ে | ৮০,০০০ Hz |
শ্রবণসীমার তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: শ্রবণ সীমা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 393 KB
Click Here to Download

No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link