Breaking







Wednesday, March 30, 2022

বিভিন্ন প্রাণীর শ্রবণ সীমা তালিকা PDF || Hearing Range of Animals

বিভিন্ন প্রাণীর শ্রবণ সীমা তালিকা PDF

বিভিন্ন প্রাণীর শ্রবণ সীমা তালিকা PDF
শ্রবণসীমা তালিকা
Hello Friends,
আজ বিভিন্ন প্রাণীর শ্রবণ সীমা তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে কোন প্রাণী কত হার্জের শব্দ শুনতে পায়, সেই তালিকা দেওয়া হয়েছে বাংলায়। ভৌতবিজ্ঞানের অংশ হিসাবে শব্দ ও শ্রবণ সীমা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে মাঝে মধ্যেই। যেমন:- মানুষের শ্রবণ শক্তি কত? বাদুড়ের শ্রবণ মাত্রা কত হার্জ? ইত্যাদি।

বিভিন্ন প্রাণীর শ্রবণ সীমা 

প্রাণীর নাম শ্রবণসীমা (হার্জ)
মানুষ ২০-২০,০০০ Hz
বাদুড় ২,০০০-১,১০,০০০ Hz
পেঁচা ২০০-১২,০০০ Hz
কুকুর ৬৭-৪৫,০০০ Hz
ঘোড়া ৫৫-৩৩,৫০০ Hz
হাতি ১৬-১২,০০০ Hz
ডলফিন ৭৫-১,৫০,০০০ Hz
বিড়াল ৪৫-৬৪,০০০ Hz
ইঁদুর ২০০-৭৬,০০০ Hz
মুরগি ১২৫-২০০০ Hz
গিনিপিগ ৫৪-৫০,০০০ Hz
খরগোশ ৯৬-৪৯,০০০ Hz
গরু ২৩-৩৫,০০০ Hz
কচ্ছপ ২০-১০০০ Hz
পায়রা ২০০-১০,০০০ Hz
চড়ুই পাখি ২৫০-১২,০০০ Hz
শিম্পাঞ্জি ১০০-২০,০০০ Hz
ব্যাং ১০০-৩,০০০ Hz
ভেড়া ১২৫-৪২,৫০০ Hz
গোল্ড ফিশ ১০০০-২০০০ Hz
তোতাপাখি ২০০-৮,৫০০ Hz
গন্ডার ২০-১৮০০০ Hz
মথ ৩,০০,০০০ Hz
নেকড়ে ৮০,০০০ Hz

শ্রবণসীমার তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: শ্রবণ সীমা
File Format: PDF
No. of Pages: 2
File Size: 393 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link