Breaking







Wednesday, March 9, 2022

ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য তালিকা PDF || Coast Lines of India

ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখা তালিকা PDF

ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখা তালিকা PDF
ভারতের উপকূল রেখা সমূহ
Hello,
আজ ভারতের বিভিন্ন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য তালিকা PDFটি দিচ্ছি, যেটিতে ভারতের রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের উপকূল রেখার দৈর্ঘ্য উল্লেখ আছে। ভূগোলের অংশ হিসাবে উপকূল রেখা থেকে প্রশ্ন আসে। যেমন:- ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত? ইত্যাদি।

বিভিন্ন রাজ্যের উপকূল রেখা

উপকূল রেখা দৈর্ঘ্য
গুজরাট
(রাজ্য গুলির মধ্যে দীর্ঘতম)
১২১৪.৭ কিমি
অন্ধ্রপ্রদেশ ৯৭৩.৭ কিমি
তামিলনাড়ু বা করমন্ডল উপকূল ৯০৬.৯ কিমি
মহারাষ্ট্র বা কোঙ্কন উপকূল ৬৫২.৬ কিমি
কেরালা বা মালাবার উপকূল ৫৬৯.৭ কিমি
ওড়িশা ৪৭৬.৪ কিমি
কর্ণাটক ২৮০ কিমি
পশ্চিমবঙ্গ ১৫৭.৫ কিমি
গোয়া ১০১ কিমি
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
(ভারতের দীর্ঘতম)
১৯৬২ কিমি
লাক্ষাদ্বীপ ১৩২ কিমি
পুদুচেরি ৪৭.৬ কিমি
দমন ও দিউ ৪২.৫ কিমি
উপকূল রেখার মোট দৈর্ঘ্য ৭৫১৬.৬ কিমি

উপকূল রেখার সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: বিভিন্ন রাজ্যের উপকূল রেখা
File Format: PDF
No. of Pages: 1
File Size: 375 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link