9th February Bengali Current Affairs 2022
February Bengali Current Affairs 2022 |
9th February Bengali Current Affairs
1.বিশ্বে প্রথম করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য DNA ভ্যাকসিন তৈরি করলো কোন দেশ?ⓐ রাশিয়া
ⓑ ভারত
ⓒ ইংল্যান্ড
ⓓ আমেরিকা
2.Vikram Sarabhai Space Centre(VSSC)-এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
ⓐ ড. কে. সিভান
ⓑ ড. সতীশ রেড্ডি
ⓒ ড. এস. উন্নিকৃষ্ণন নায়ার
ⓓ ড. এস. সোমনাথ
3.India Press Freedom Report 2021-এ শীর্ষ স্থানে রয়েছে কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল?
ⓐ জম্মু-কাশ্মীর
ⓑ উত্তরপ্রদেশ
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ পশ্চিমবঙ্গ
4.সাম্প্রতিক Bloomberg Billionaires Index অনুযায়ী, এশিয়ার সবথেকে ধনী ব্যক্তির তকমা পেলেন কে?
ⓐ মুকেশ আম্বানি
ⓑ গৌতম আদানি
ⓒ রতন টাটা
ⓓ আজিম প্রেমজি
5.Power System Operation Corporation Limited(POSOCO)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে?
ⓐ প্রদীপ সিং
ⓑ অজয় কুমার
ⓒ এস.আর. নরসিংহ
ⓓ বিনয় কোঠারী
6.গ্রামীণ মহিলাদের উদ্যোক্তায় পরিনত করতে কোন রাজ্য সরকারের সাথে MoU স্বাক্ষর করলো Amazon India?
ⓐ কর্ণাটক
ⓑ কেরালা
ⓒ ছত্তিশগড়
ⓓ হরিয়ানা
7.কাদের জন্য নতুন Chrome Book ডিভাইস লঞ্চ করলো Google?
ⓐ ব্যবসায়ী
ⓑ শিক্ষক ও শিক্ষার্থী
ⓒ মৎস্যজীবী
ⓓ উদ্যোক্তা
8.মানব পাচার রুখতে ‘Operation AAHT’ লঞ্চ করলো কে?
ⓐ RPF
ⓑ CRPF
ⓒ BSF
ⓓ কেউই নয়
9.সম্প্রতি লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড-এর ঘোষণা করলো কোন রাজ্য সরকার?
ⓐ মহারাষ্ট্র
ⓑ গোয়া
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ রাজস্থান
10."Buzzed Passport" শিরোনামে বই লিখলেন কে?
ⓐ অনুময় দাস
ⓑ সাবি ও বিদ
ⓒ মুম্বাইকার নিখিল
ⓓ মিথিলেশ
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link